১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা, টাইব্রেকারে নায়ক আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ | বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল লিওনেল মেসির |
টাইব্রেকারে গঞ্জালো মন্টিয়েলের শট জালে জড়িয়ে যেতেই ছুটে গেলেন সতীর্থর দিকে। তারপর গ্যালারিতে থাকা সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন। সতীর্থদের সঙ্গে শিশুর মতো লাফাচ্ছিলেন। সন্তানরা মাঠে আসতে তাঁদের জড়িয়ে ধরে নাচতে শুরু করে দিলেন। হবে না কেন, এটাই যে বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ ছিল। সেমি ফাইনালের পরেই ঘোষণা করে দিয়েছিলেন, আর দেশের হয়ে খেলবেন না। শেষ ম্যাচে জোড়া গোল করে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতালেন লিওনেল মেসি। ফাইনালে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন কিলিয়ান এমবাপে।