'তিতের জন্যই বেশি করে বিশ্বকাপ জিততে চাই', উদ্বোধনী ম্যাচের আগে বললেন রিচার্লিসন

Published : Nov 24, 2022, 08:41 PM IST
Brazil

সংক্ষিপ্ত

টানা ছ'বছর ধরে ব্রাজিলের দায়িত্ব সামলানোর পর এবার ইতি টানতে চলেছেন তিতে। ২০১৬ সাল থেকে ব্রাজিলের কোচের দায়িত্বে ছিলেন তিনি।

এই বিশ্বকাপেই শেষ হতে চলেছে ব্রাজিলের সঙ্গে তিতের যাত্রা। টানা ছ'বছর ধরে ব্রাজিলের দায়িত্ব সামলানোর পর এবার ইতি টানতে চলেছেন তিতে। ২০১৬ সাল থেকে ব্রাজিলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। শেষ ম্যাচে জিতেই কোচকে বিদায় জানাতে চায় দল। তিতের আমলে দলের হয়ে বেশ কিছু চমকপ্রদ সাফল্য এলেও বিশ্বকাপ জেতা হয়নি। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেই তিতেকে বিদায় জানাতে চায় ব্রাজিল। এই প্রসঙ্গে রিচার্লিসন বললেন,'তিতে আমাদের বাবার মতো স্নেহ করেন। ওঁ সবসময় আমাদের অনুপ্রাণিত করে, তবে প্রয়োজনে সত্যিটা তুলে ধরতেও পিছপা হন না। ওঁ সবসময় জাতীয় দলে আমাদের সকলকে স্বাগত জানিয়েছেন। আমাদের সাহসী ফুটবল খেলা শিখিয়েছেন। এটাই তিতের শেষ বিশ্বকাপ। ওঁর মুখে হাসি ফোটাতে সবটা উজার করে দেব। ওঁর জন্যই বেশি করে বিশ্বকাপ জিততে চাই।'

অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগেই বিস্ফোরোক অভিযোগ উঠল তিতেদের দলের বিরুদ্ধে। ড্রোন পাঠিয়ে সার্বিয়ার অনুশীলন দেখার অভিযোগ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর ফের এবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল। শুধু তাই নয় এটাই হয়তো ব্রাজিলের একাধিক তারকার শেষ বিশ্বকাপ। ফলত স্বাভাবিকভাবেই অনেকটা বেশি উন্মাদনা। অনেকটা বেশি জয়ের তাগিদও। অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারলে ফুটবল বিশ্বের বৃহত্তম শক্তিকে হারিয়ে বিশ্বকাপের ময়দানে নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করতে পারবে সার্বিয়া। ফলে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়তে প্রস্তুত দুই দলই। তবে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আগেই ড্রোন দিয়ে সার্বিয়ার অনুশীলন দেখার অভিযোগ উঠল ব্রাজিলের বিরুদ্ধে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধেই নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে নেইমাররা। যেই ম্যাচের জন্য অপেক্ষায় ছিল গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। এর আগে ১৯৭০ সালের পর দীর্ঘদিন বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। তারপর ১৯৯৪ সালে ফের ট্রফি আসে এই ফুটবল অন্ত প্রাণ এই দেশের হাতে। তারপর ফের দু'দশকের বিরতী। বিশ্বকাপে নেই ব্রাজিল। কাতারের মাঠে এবার কি খরা কাটবে? সেইদিকেই তাকিয়ে ব্রাজিল সমর্থকরা। আজ ফের একবার মাঠে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে ব্রাজিল। সমর্থকদের চোখ এখন তারকা ফরোয়ার্ড নেমারের উপরই। উল্লেখ্য, বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে দূরন্ত ফর্মে ছিলেন নেইমার।

PREV
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা