সারা বিশ্বে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের হতবাক করে দিল সৌদি আরব। দুটো গোল যেন কামানের গোলার মতো আছড়ে পড়ল আর্জেন্টিনা শিবিরে। তাতেই ছত্রভঙ্গ হয়ে গেল লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিদের দল।
সবুজ স্বপ্নে ফিকে নীল-সাদা। সারা বিশ্বে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের হতবাক করে দিল সৌদি আরব। দুটো গোল যেন কামানের গোলার মতো আছড়ে পড়ল আর্জেন্টিনা শিবিরে। তাতেই ছত্রভঙ্গ হয়ে গেল লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিদের দল। যে দলটা টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল, তারাই যেন একলহমায় পরিণত হল নেহাতই সাধারণ দলে। কাতারে নতুন ইতিহাস রচনা করলেন সৌদি ফুটবলাররা। ১৯৯০ বিশ্বকাপেও প্রথম ম্যাচে হেরে গিয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। তারপর সেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও তেমনই আশা করছেন আর্জেন্টিনা সমর্থকরা। তাঁদের আশা, প্রথম ম্যাচের ভুল আর পরের ম্যাচগুলিতে হবে না। ছন্দে ফিরবে দল।