মেক্সিকোর বিরুদ্ধেও ফের নিজের জাত চেনালেন মেসি। ম্যাচের ৬৪ মিনিটে ছুরির ফলার মতো ঝলসে উঠল তাঁর বিখ্যাত বাঁ পা। মাটি ঘেঁষা শট জড়িয়ে গেল জালে। এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। দোহার ফ্যান পার্কে শুরু হয়ে গেল মেসি-মেসি চিৎকার।
সৌদি আরবের মতো দুর্বল দলের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচ জিততে না পারলেই বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা। এই পাহাড়প্রমাণ চাপ নিয়েই মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে গোল পাননি, গোল পায়নি দল। ফলে চাপ বেড়ে গিয়েছিল। কিন্তু এত বছর ধরে তো চাপ নিয়েই খেলে এসেছেন, বারবার নিজেকে প্রমাণ করেছেন। মেক্সিকোর বিরুদ্ধেও ফের নিজের জাত চেনালেন মেসি। ম্যাচের ৬৪ মিনিটে ছুরির ফলার মতো ঝলসে উঠল তাঁর বিখ্যাত বাঁ পা। মাটি ঘেঁষা শট জড়িয়ে গেল জালে। এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। দোহার ফ্যান পার্কে শুরু হয়ে গেল মেসি-মেসি চিৎকার। এরপর ৮৬ মিনিটে আরও একটি অসাধারণ গোল করলেন এনজো ফার্নান্ডেজ। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা।