বিশ্বকাপ ফুটবল ২০২৬: মূলপর্বের যোগ্যতা অর্জন জার্মানি, নেদারল্যান্ডসের

Published : Nov 18, 2025, 10:01 AM ISTUpdated : Nov 18, 2025, 10:24 AM IST
Germany football team

সংক্ষিপ্ত

2026 FIFA World Cup: আগামী বছর বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্ব প্রায় শেষ হয়ে এসেছে। ৪৮ দলের প্রতিযোগিতা হওয়ায় বিশ্ব ফুটবলের জনপ্রিয় দলগুলি সহজেই যোগ্যতা অর্জন করতে পারছে। এতে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা খুশি।

DID YOU KNOW ?
৩ দেশে বিশ্বকাপ
২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র।

2026 FIFA World Cup Qualification: আগামী বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় দুই দল জার্মানি (Germany) ও নেদারল্যান্ডস (Netherlands)। যোগ্যতা অর্জন পর্বে স্লোকাভিয়ার (Slovakia) বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল জার্মানি। অন্যদিকে, লিথুয়ানিয়ার (Lithuania) বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করল নেদারল্যান্ডস। স্লোকাভিয়াকে ৬-০ উড়িয়ে ১৫ পয়েন্ট পেয়ে গ্রুপ এ-র শীর্ষে থাকল জার্মানরা। সেপ্টেম্বরে অপ্রত্যাশিতভাবে জার্মানির বিরুদ্ধে জয় পেলেও, এবার বিশাল ব্যবধানে হেরে গিয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকল স্লোভাকিয়া। তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে এবার প্লে-অফে খেলবে। ডাচরা লিথুয়ানিয়াকে ৪-০ উড়িয়ে দিয়েছে। এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত অপরাজিত নেদারল্যান্ডস। তারা গ্রুপ জি-র শীর্ষে।

প্রথমার্ধেই ৪ গোল জার্মানির

স্লোভাকিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় জার্মানি। ১৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন নিক উলটেমমেড (Nick Woltemade)। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান সার্জে গানাবরি (Serge Gnabry)। ৩৬ ও ৪১ মিনিটে পরপর গোল করেন লিরয় সানে (Leroy Sane)। প্রথমার্ধে ৪-০ এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জার্মানি। ৬৭ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন রিডল বাকু (Ridle Baku)। ৭৯ মিনিটে ষষ্ঠ গোল করেন আসান কুয়েড্রাওগো (Assan Ouedraogo)। ১৯ বছর বয়সে জার্মানির সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করলেন কুয়েড্রাওগো। তিনিই জার্মানির হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন।

ডাচদের অপরাজিত দৌড় অব্যাহত

লিথুয়ানিয়ার বিরুদ্ধে ডাচদের হয়ে ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল করেন তিয়ানি রেয়িন্ডার্স (Tijjani Reijnders)। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল নেদারল্যান্ডস। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান কডি গাকপো (Cody Gakpo)। ৬০ মিনিটে ব্যবধান বাড়ান জাভি সিমন্স (Xavi Simons)। ৬২ মিনিটে চতুর্থ গোল করেন ডনিয়েল ম্যালেন (Donyell Malen)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪৮
২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে ৪৮ দেশ।
২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলত ৩২ দল। ২০২৬ সালে মূলপর্বে খেলবে ৪৮ দল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?