FIFA World Cup 2026: প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন, চমকে দিল এশিয়ার এই দল

FIFA World Cup 26: গত তিন দশকে ফুটবলে অনেক উন্নতি করেছে জাপান। এখন শুধু এশিয়ার অন্যতম শক্তিই নয়, বিশ্ব ফুটবলের অনেক দলের সঙ্গেই পাল্লা দিতে পারে সামুরাই ব্লু।

FIFA World Cup 2026: তিন আয়োজক দেশ বাদ দিয়ে প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের (FIFA World Cup 26) যোগ্যতা অর্জন করল জাপান (Japan)। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাহরিনকে ২-০ হারিয়ে আগামী বছরের বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করে ফেলল সামুরাই ব্লু (Samurai Blue)। ইউরোপ, লাতিন আমেরিকার কোনও দেশ এখনও পর্যন্ত ২০২৬ সালের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারেননি। এশিয়ার অন্য কোনও দেশও এখনও আগামী বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি। এই টুর্নামেন্টে প্রথমবার ৪৮ দল খেলবে। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত ৩২ দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করত। আগামী বছরের বিশ্বকাপের মূলপর্বে একধাক্কায় দলের সংখ্যা ১৬টি বাড়ানো হয়েছে। এই বিশ্বকাপের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমবার তিন দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করছে।

জাপানকে অভিনন্দন ফিফা প্রেসিডেন্টের

Latest Videos

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে প্রথম দল হিসেবে মূলপর্বে খেলা নিশ্চিত করার পর জাপানকে অভিনন্দন জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। তিনি বলেছেন, ‘আপনারা যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন। কাতারে গত বিশ্বকাপে আবেগের কথা আমাদের সবার মনে আছে। আপনারা যোগ্যতা অর্জন পর্বে সারা বিশ্বকে রোমাঞ্চকর অনুভূতির সুযোগ দিয়েছিলেন। আপনারা গ্রুপ পর্ব পেরিয়ে গিয়েছিলেন। আপনারা ২০০২ সালের বিশ্বকাপের যুগ্ম আয়োজক দেশ ছিলেন। আপনারা দারুণভাবে বিশ্বকাপ আয়োজন করেছিলেন। ২০২৬ সালে উত্তর আমেরিকায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।’

ওশেনিয়ার প্রথম দেশ সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে

বিশ্বকাপের মূলপর্বে যতদিন ৩২ দল যোগ্যতা অর্জন করত, ততদিন ওশেনিয়ার কোনও দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারত না। খুব বেশি হলে প্লে-অফে খেলার সুযোগ পেত। তবে এবার ওশেনিয়ার দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সোমবার নিউজিল্যান্ড ও ফিজি এবং তাহিতি ও নিউ ক্যালেডোনিয়ার ম্যাচে যে দুই দল জিতবে, তারা বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করবে। যে দুই দল সোমবারের ম্যাচে হেরে যাবে, তারা প্লে-অফে খেলার সুযোগ পাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
পুলিশের সঙ্গে তীব্র বচসা! BJP'র মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল কলকাতা | BJP Protest Kolkata
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী