Indian Football Team: জাতীয় দলে ফিরেই বাজিমাৎ সুনীলের, মালদ্বীপের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ভারতের

ভারতের জাতীয় ফুটবল (Indian Football Team) দলে গিরেও গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। 

Indian Football Team: মালদ্বীপের বিরুদ্ধে ভারত জয় পেল ৩-০ গোলে (India vs Maldives)। 

মোট ৯ মাস তাঁর প্রত্যাবর্তন এবং সেই প্রত্যাবর্তনের মঞ্চেই গোল করলেন সুনীল (Sunil Chhetri)। আর বুঝিয়ে দিলেন যে, কেন ভারতের হয়ে সর্বাধিক গোল করেছেন তিনি। ফুটবল এখনও অনেকটা বাকি তাঁর মধ্যে। কেন কোচ মানোলো মারকুয়েজ ফের তাঁকে দলে ফেরার জন্য প্রস্তাব দিয়েছেন, তা প্রমাণ করলেন সুনীল নিজেই (India vs Maldives Live Score)।

Latest Videos

সুনীল ছাড়াও এদিন ম্যাচে গোল করলেন রাহুল ভেকে এবং লিস্টন কোলাসো। আর সেই সুবাদেই প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দিল ভারত। অন্যদিকে, জাতীয় দলের কোচ হওয়ার পর এই প্রথম জয় পেলেন মানোলো।

কিন্তু জল্পনা ছিল, পুরো ম্যাচে হয়তো সুনীল খেলবেন না। কিন্তু দেখা গেল, ৮৩ মিনিট পর্যন্ত মাঠে থাকলেন তিনি। যতটা সময় মাঠে ছিলেন, ততক্ষণ মালদ্বীপ রক্ষণকে বেশ চাপে রাখলেন। আর সেইসঙ্গেই, দুরন্ত হেডে গোল করে ভারতীয় ফুটবলপ্রেমীদের মন কার্যত ভরিয়ে দিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে এদিন ৯৫তম গোলটিও করে ফেললেন সুনীল ছেত্রী।

খেলার শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ভারত। ম্যাচের ৩৪ মিনিটে, রাহুল ভেকের গোলে এগিয়ে যায় ব্লু-টাইগার্সরা। ব্র্যান্ডনের শট থেকে অনবদ্য গোল করে যান ভারতীয় দলের এই তরুণ ডিফেন্ডার। ফলে, এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।

এদিকে বিরতির পরেও আক্রমণাত্মক মেজাজেই খেলা চালিয়ে যান সুনীলরা। আর সেই সুবাদেই ম্যাচের ৬৬ মিনিটে, আবারও লিস্টনের গোল। মহেশের পাস থেকে হেড করে গোল করলেন লিস্টন।

কিন্তু তখনও অনেক কিছু বাকি ছিল। ম্যাচের ৭৬ মিনিটে, পেনাল্টি বক্সের দিক বল ভাসিয়ে দেন মহেশ। কিন্তু সেই বলের একেবারেই নাগাল পাননি ফারুক। ফিরতি বল সুনীলের দিকে আবার বাড়ান লিস্টন। আর তারপর দুরন্ত হেডে সোজা গোল করে যান সদ্য অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো এই কিংবদন্তি।

সবমিলিয়ে, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগেই অনেকটা স্বস্তি ভারতীয় শিবিরে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Myanmar-Thailand কাঁপল ভয়াবহ জোড়া ভূমিকম্পে! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কাঁপল Kolkata-ও
'তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী', মমতার সামনেই গর্জে উঠলেন UK-এর এসএফআইয়ের সদস্যরা
'এদের কী সাহস! বলছে হিন্দু বলে কেউ থাকবে না', মোথাবাড়ির ঘটনায় ক্ষোভ উগরে চরম হুঁশিয়ারি সুকান্তর
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র
‘Mamata Banerjee আবার ব্রিটিশ রাজ বাংলায় আনতে চাইছেন’ মমতার গোপন পরিকল্পনা ফাঁস করলেন Rudranil Ghosh