FIFA World Cup 2026: প্রকাশ্যে এল আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল, বিশেষত্ব কী কী রয়েছে?

Published : Oct 05, 2025, 01:26 AM ISTUpdated : Oct 05, 2025, 01:42 AM IST
FIFA World Cup Football

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: জার্মানির তরফে ক্লিন্সম্যান, ব্রাজিল থেকে কাফু, ইতালির দেল পিয়েরো, স্পেনের জ়াভি এবং ফ্রান্সের জিনেদিন জিদান একসঙ্গে তথা পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার একসঙ্গে উদ্বোধন করেন বিশ্বকাপের ম্যাচ বল।

FIFA World Cup 2026: প্রকাশ্যে চলে এল আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল (fifa world cup 2026 ball)। আগামী ২০২৬ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর (fifa world cup 2026)। 

বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলের নাম কী?

সেই মেগা টুর্নামেন্টের অফিশিয়াল ম্যাচ বল এবার প্রকাশ্যে চলে এল। নিউ ইয়র্কের ব্রুকলিন পার্কে উদ্বোধন করা হল আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের। ম্যাচ বলটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। নতুন এই বলটির কিন্তু একাধিক বিশেষত্ব রয়েছে। 

 

 

এদিন জার্মানির তরফে ক্লিন্সম্যান, ব্রাজিল থেকে কাফু, ইতালির দেল পিয়েরো, স্পেনের জ়াভি এবং ফ্রান্সের জিনেদিন জিদান একসঙ্গে  তথা পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার একসঙ্গে উদ্বোধন করেন বিশ্বকাপের ম্যাচ বল। 

জিনেদিন জিদানের হাতে ছিল নতুন বল ‘ট্রাইওন্ডা’। বাকি কিংবদন্তিরা যে যে বছর বিশ্বকাপ জিতেছিলেন, সেই সেই বছরের বল ছিল তাদের সবার হাতে। অন্যদিকে, এই ম্যাচ বলটি তৈরি করেছে বিখ্যাত ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। এই নিয়ে টানা ১৫ বার বিশ্বকাপের বল তৈরি করল এই সংস্থাটি। 

বিশেষত্ব কী কী রয়েছে?

সেই ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করছে এই সংস্থাটি। অন্যদিকে, নতুন ম্যাচ বল উদ্বোধনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, ‘‘আসন্ন ২০২৬ সালের বিশ্বকাপের বলের নকশায় তিনটি আয়োজক দেশ তথা আমেরিকা, কানাডা এবং মেক্সিকোকে তুলে ধরা হয়েছে।’’ 

 

 

আসলে ট্রাই’ শব্দের অর্থ হল তিন এবং ‘ওন্ডা’ শব্দের অর্থ ঢেউ। ২০২৬ সালের বিশ্বকাপের বলে মোট তিনটি রঙ ব্যবহার করা হয়েছে। লাল রঙ দিয়ে কানাডাকে, নীল রঙ দিয়ে আমেরিকাকে এবং সবুজ রঙ দিয়ে মেক্সিকোকে বোঝানো হচ্ছে। 

অর্থাৎ, নাম এবং তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে ২০২৬ সালের বিশ্বকাপের তিন আয়োজক দেশকে। শুধু তাই নয়, অফিশিয়াল ম্যাচ বলে রয়েছে তিনটি দেশের প্রতীক। অর্থাৎ, আমেরিকার তারা, কানাডার ম্যাপল এবং মেক্সিকোর ঈগল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল