এ বছরের জুনে বাংলাদেশে সফরে যেতে পারেন লিওনেল মেসিরা, চলছে আলোচনা

Published : Jan 18, 2023, 01:59 PM ISTUpdated : Jan 18, 2023, 02:32 PM IST
Some special moments of Lionel Messi after argentina Copa America Final 2021 spb

সংক্ষিপ্ত

এক যুগ পর ফের বাংলাদেশ সফরে যেতে পারে আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে তৈরি হচ্ছে ঢাকা।

২০১১ সালের সেপ্টেম্বরে কলকাতা ও ঢাকা সফরে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ফের বাংলাদেশ সফরে যেতে পারেন মেসিরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।এ বছরের জুনে ঢাকায় যেতে পারেন মেসিরা। সেখানে তাঁরা একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন। ২০১১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান মেসি। এবার কোন দলের বিরুদ্ধে খেলবেন বিশ্বচ্যাম্পিয়নরা, সেটা এখনও ঠিক হয়নি। মেসিদের বাংলাদেশ সফর এখনও আলোচনার স্তরে আছে। দিনক্ষণ ঠিক হয়ে গেলে তারপর হয়তো প্রতিপক্ষ দল ঠিক হবে। এখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার করা হচ্ছে। তবে জুনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একটা বড় অংশ আর্জেন্টিনার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশে প্রবল উন্মাদনা ছিল। মেসিদের ফের বাংলাদেশ সফরের সম্ভাবনার কথা শুনে ফুটবপলপ্রেমীরা উৎসাহিত হয়ে উঠেছেন।

কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনার খবর বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ঠাঁই পেয়েছিল। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কথা আর্জেন্টিনার ফুটবলাররাও শুনেছিলেন। গতবার কলকাতা ও ঢাকা এসে এখানকার ফুটবলপ্রেম দেখেছিলেন মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। ফলে এবারও ঢাকা আসতে আপত্তি নেই তাঁদের। বিশ্বচ্যাম্পিয়নরা সত্যিই খেলতে এলে বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা চরমে পৌঁছতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই আশাই করছে।

আর্জেন্টিনার সফরের ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাহউদ্দিন জানিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা চলছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, এ বছরের জুনে যখন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে, সেই সময় তাঁরা বাংলাদেশে দল পাঠাতে চান। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাঁরা আমাদের প্রস্তাবে রাজি হয়ে যান, তাহলে আমরা বলতে পারি জুনে আর্জেন্টিনা দল এখানে আসবে।’

সালাহউদ্দিন আরও জানিয়েছেন, জাতীয় ক্রীড়া সংসদের সঙ্গে তাঁর কথা হয়েছে। জুনের মধ্যেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। আর্জেন্টিনার বিরুদ্ধে কোন দল খেলবে, সেটা ঠিক করবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি কয়েকটি দলের নাম পাঠিয়েছেন। সেই দলগুলির মধ্যে থেকে কোনও একটি দলকে বেছে নেওয়া হবে।

আরও পড়ুন-

সৌদি আরবের ক্লাবে যোগ দিচ্ছেন না, প্যারিসেই থাকতে রাজি হলেন লিওনেল মেসি

লিওনেল মেসিদের বিরুদ্ধে রিয়াধের দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

মেসি ক্লাব ছাড়ার পর প্রথম ট্রফি, রিয়াল মাদ্রিদকে হারিয়ে উচ্ছ্বসিত বার্সেলোনা

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল