রবিবার রাত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। এই ম্যাচের পরেই এবারের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পাওয়া গোলকিপারের নাম ঘোষণা করা হবে।
রবিবার রাত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। এই ম্যাচের পরেই এবারের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পাওয়া গোলকিপারের নাম ঘোষণা করা হবে। কাতারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বেশ কয়েকজন গোলকিপার। তাঁদের মধ্যে কে গোল্ডেন গ্লাভস পাবেন, সেটা জানা যাবে বিশ্বকাপ ফাইনালের পর। গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে আছেন ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ, ফ্রান্সের গোলকিপার হুগো লরিস, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। যেহেতু লরিস ও মার্টিনেজ বিশ্বকাপ ফাইনালে খেলছেন, তাঁদের মধ্যেই যে কোনও একজনের গোল্ডেন গ্লাভস জেতার সুযোগ বেশি।