রবিবার থেকে শুরু কাতার বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা বুঝিয়ে দিল, তারা বিশ্বকাপের জন্য ভালভাবেই তৈরি।
৩৬ বছর পর কি এবার বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা? কাতারে প্রথম ম্যাচের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে লিওনেল মেসিরা বুঝিয়ে দিচ্ছেন, তাঁরা এবার আর খালি হাতে দেশে ফিরতে চান না। এটাই হয়তো মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কাছে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করার শেষ সুযোগ। তাঁরা সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ। দলকে জেতানোর জন্য নিজেদের সর্বস্ত দিতে তৈরি নীল-সাদা জার্সিধারীরা। বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে মেসিরা বুঝিয়ে দিলেন, তাঁরা এবার ট্রফি জেতার জন্য পুরোপুরি তৈরি। জোড়া গোল করলেন ডি মারিয়া। একটি করে গোল করলেন মেসি, জুলিয়ান আলভারেজ ও জোয়াকিন কোরেয়া। মেসি নিজে যেমন গোল করলেন, তেমনই সতীর্থকে দিয়ে গোলও করালেন। ডি মারিয়া চোটের জন্য কাতারে খেলতে পারবেন কি না, সেটা নিয়েই গত মাসে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু চোট সত্ত্বেও তাঁকে বিশ্বকাপের দলে রাখেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ডি মারিয়া বুঝিয়ে দিলেন, তিনি কাতারে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন মেসি। কিন্তু বিপক্ষের গোলকিপারকে একা পেয়েও তিনি নিজে শট না নিয়ে আলভারেজকে দিয়ে গোল করান। ৮ মিনিটে পরেই ব্যবধান বাড়ান ডি মারিয়া। তিনি ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। ৪৪ মিনিটে নিজের ৯১-তম আন্তর্জাতিক গোল করেন মেসি। বিরতির সময় ৪-০ গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একটিই গোল হয়। ৬০ মিনিটে দলের পঞ্চম গোল করেন কোরেয়া।
এই জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার রডরিগো ডে পল বলেছেন, 'আমরা আত্মবিশ্বাসী। তবে আমাদের দলের অনেকেই এবার প্রথম বিশ্বকাপ খেলবে। তাই আমাদের প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিততে পারলে দলের সবার আত্মবিশ্বাস বেড়ে যাবে।'
২২ নভেম্বর প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো গোমেজ ও পাওলো ডিবালাকে দলে রাখেননি আর্জেন্টিনার কোচ। তিনি জানিয়েছেন, ‘ডিবালা এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেনি। ওর কিছুটা অস্বস্তি রয়েছে। আমাদের দলে কিছুটা সমস্যা রয়েছে। আমাদের দলে হয়তো কিছু বদল করা হতে পারে। যে ফুটবলাররা এখনও পুরোপুরি ফিট নয়, তাদের বাদ দিয়েই হয়তো দল গঠন করতে হতে পারে।’
আরও পড়ুন-
বিশ্বকাপের সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ রাখার আর্জি ফিফা প্রেসিডেন্টের
রবিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল, জেনে নিন প্রিয় দলগুলি কবে মাঠে নামছে
শিশুদিবস উপলক্ষে ইস্টবেঙ্গলের অনুশীলনে ব্যারাকপুরের স্বেচ্ছাসেবী সংস্থার একদল খুদে