প্রথম ২ ম্যাচ জিতে আগেই গ্রুপ থেকে নক-আউটে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই কারণে গ্রুপের শেষ ম্যাচকে বিশেষ গুরুত্ব দেননি ব্রাজিলের কোচ তিতে। তিনি ক্যামেরুনের বিরুদ্ধে দ্বিতীয় দল নামান। এই ম্যাচে শেষপর্যন্ত অবশ্য জয় পেল না ব্রাজিল।
গ্রুপ জি-তে ৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৬। দ্বিতীয় স্থানে থাকা সুইৎজারল্যান্ডেরও ৩ ম্যাচে ৬ পয়েন্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপের সেরা হল ব্রাজিল। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল ক্যামেরুন। চতুর্থ স্থানে থাকা সার্বিয়া ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। নক-আউটে গ্রুপ এইচ থেকে দ্বিতীয় হওয়া দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। অন্যদিকে, গ্রুপ এইচ-এর শীর্ষে থাকা পর্তুগালের বিরুদ্ধে নক-আউটে খেলবে সুইৎজারল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে।