ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ, জানালেন পর্তুগালের কোচ

Published : Dec 07, 2022, 05:19 PM IST
Cristiano Ronaldo score 2 goals, Portugal defeat Hungary by 3-0 goals in Euro 2020 spb

সংক্ষিপ্ত

প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ছাড়াই বড় জয় পেয়েছে দল।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আর পর্তুগাল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার নন? তাঁকে ছাড়াই কি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলত নামবে পর্তুগাল? প্রি-কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া গনসালো র‍্যামোসের হ্যাটট্রিকের পর এই প্রশ্ব উঠে গিয়েছে। রোনাল্ডোকে প্রথম একাদশে ফেরানো হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস। তবে তিনি জানিয়েছেন, রোনাল্ডো এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ। ফেরান্দো বলেছেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবারের বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে ওকে কোন ভূমিকায় দেখা যাবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি ওর পাশে আছি। ওর সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ওর যখন ১৯ বছর বয়স, তখন থেকে আমি ওকে চিনি। বছরের পর বছর ধরে ওর সঙ্গে আমার সম্পর্কের উন্নতি হয়েছে। ম্যাচ চলাকালীন ওর সঙ্গে আমার কোনওদিন কোচ ও ফুটবলার হিসেবে কথা হয়নি। আমি ব্যক্তিগত সম্পর্কের উপরেই সবসময় জোর দিই।'

রোনাল্ডো সম্পর্কে পর্তুগালের কোচ আরও বলেছেন, 'বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে রোনাল্ডো অবশ্যই খেলবে। প্রথম একাদশে না থাকলেও, রিজার্ভ বেঞ্চে যারা থাকবে, তাদের অবশ্যই ব্যবহার করা যায়। দলের সব ফুটবলারকেই খেলানো যেতে পারে। রোনাল্ডোর ইতিহাস দেখতে হবে। পেশাদার হিসেবে খেলার ক্ষেত্রে ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ও দলের অধিনায়ক। ফলে আমাদের সামগ্রিকভাবে দলের কথাই ভাবতে হবে।'

রোনাল্ডো সম্পর্কে র‍্যামোস বলেছেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের সবার সঙ্গে কথা বলে। আমার সঙ্গেও ওর কথা হয়। ও আমাদের দলের নেতা। ও সবসময় দলের সবাইকে সাহায্য করার চেষ্টা করে। আমি জানি না ও পরের ম্যাচে প্রথম একাদশে থাকবে কি না। সেটা কোচের সিদ্ধান্ত। আমাকে নিজের সেরাটা দিতে হবে। তারপর দেখা যাক কী হয়।'

এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন র‍্যামোস। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নক-আউটে হ্যাটট্রিক করলেন কোনও ফুটবলার। এই পারফরম্যান্সের পর র‍্যামোসকে প্রথম একাদশে না রাখা কঠিন। ফলে রোনাল্ডোকে হয়তো পরের ম্যাচেও প্রথম একাদশে দেখা যাবে না। পর্তুগালের কোচ রোনাল্ডোর পাশে থাকার বার্তা দিলেও, দলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। ফলে রোনাল্ডোকে বাইরে রেখেই পর্তুগালের প্রথম একাদশ হতে পারে। সেক্ষেত্রে রোনাল্ডো হয়তো দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামবেন।

আরও পড়ুন-

প্রথম একাদশ থেকে বাদ রোনাল্ডো, প্রথম সুযোগেই হ্যাটট্রিক গনসালো র‍্যামোসের

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দলগুলি একে অপরের মোকাবিলা করবে? কবে, কখন খেলা?

টাইব্রেকারে ৩ শট সেভ, স্পেনের বিরুদ্ধে মরক্কোর জয়ের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাতিল মেসির সাক্ষাৎ, আসল কারণ কী?
Messi in Delhi: ভারতের ভালোবাসায় আপ্লুত মেসি! আবার আসতে চান এই দেশে, নিজে মুখেই জানালেন 'এলএম১০'