আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। কিন্তু তার বেশি আর এগোতে পারল না আফ্রিকার দলটি। সেমি ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়ার পর শনিবার তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল মরক্কো।
আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। কিন্তু তার বেশি আর এগোতে পারল না আফ্রিকার দলটি। সেমি ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়ার পর শনিবার তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল মরক্কো। ফলে এবারের বিশ্বকাপে চতুর্থ হল তারা। ঠিক যেমন ২০০২ সালে সারা বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার পর চতুর্থ হয়েছিল দক্ষিণ কোরিয়া, একই ফল করল মরক্কো। ২-১ গোলে ম্যাচ জিতে এবারের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ক্রোয়েশিয়া।