এবারের বিশ্বকাপের গ্রুপ এ ও বি-র খেলা মঙ্গলবার রাতেই শেষ হয়ে গেল। গ্রুপ এ থেকে নক-আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস ও সেনেগাল। গ্রুপ বি থেকে নক-আউটে পৌঁছে গেল ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আমেরিকা।
এবারের বিশ্বকাপের গ্রুপ এ ও বি-র খেলা মঙ্গলবার রাতেই শেষ হয়ে গেল। গ্রুপ এ থেকে নক-আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস ও সেনেগাল। গ্রুপ বি থেকে নক-আউটে পৌঁছে গেল ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আমেরিকা। অন্য ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে সেনেগাল। আমেরিকার কাছে গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরান। সেনেগালের কাছে হেরে ইকুয়েডরও বিশ্বকাপ থেকে ছিটকে গেল। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলশকে ৩-০ গোলে হারিয়ে দিল ইংল্যান্ড। বিশ্বকাপের ৩টি ম্যাচই হেরে গেল আয়োজক দেশ কাতার।