বেলের প্রশংসা, ওয়েলশের বিরুদ্ধে ফেভারিট ইংল্যান্ডই, মানছেন সাউথগেট

গত বিশ্বকাপে চতুর্থ স্থান পেয়েছিল ইংল্যান্ড। গত বছর ইউরো কাপে রানার্স হয়েছে সাউথগেটের দল। তবে সবার আগে নক-আউটে জায়গা পাকা করতে হবে। সেই লক্ষ্যেই ওয়েলশের বিরুদ্ধে খেলতে নামছেন হ্যারি কেন, রাহিম স্টার্লিংরা।

 

মঙ্গলবার রাতে গ্রুপ বি-র শেষ ম্যাচে ওয়েলশের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে ইরানের মুখোমুখি হবে আমেরিকা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইংল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইরান। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে ওয়েলশ। কিন্তু অঙ্কের বিচারে ৪টি দলেরই নক-আউটে যাওয়ার সুযোগ আছে। ইংল্যান্ড ১-২ গোলে হারলেও নক-আউটে চলে যেতে পারে। কিন্তু সেই ঝুঁকি নিতে নারাজ ইংল্যান্ড শিবির।

01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা04:05East Bengal Foundation Day : ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন বাংলাদেশের শিল্পী মেহরিনের01:40অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার
Read more