রবিবার কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্য ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড লড়াই।
রবিবার কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্য ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড লড়াই। অসাধারণ ফর্মে কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, হ্যারি কেন, বুকায়ো সাকারা। ফলে কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। রবিবারের অন্য প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারল না সেনেগাল। ইংল্যান্ডের হয়ে গোল করলেন জর্জান হেন্ডারসন, হ্যারি কেন ও বুকায়ো সাকা। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সাকা। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড। দলের সবাই বেশ ভাল খেলছেন। ফলে বিশ্বচ্যাম্পিয়ন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি গ্যারেথ সাউথগেটের দল।