ব্রাজিল ছিটকে যাওয়ার পর এখন বিশ্বকাপে লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে কাপ দেখতে চাইছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলাররা।
এবারের বিশ্বকাপ জিতুন লিওনেল মেসি, এমনই চাইছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রিভাল্ডো ফেরেইরা। ২০০২ সালের ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক রিভাল্ডো বলেছেন, 'এবারের বিশ্বকাপে এখন আর আমাদের ব্রাজিল বা নেইমার নেই। সেই কারণে আমি এখন চাইছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। মেসি সম্পর্কে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওর অনেক আগেই বিশ্বকাপ জেতা উচিত ছিল। ঈশ্বর সবই জানেন। ও রবিবার বিশ্বচ্যাম্পিয়ন হবে। মেসি এই ট্রফি পাওয়ার যোগ্য দাবিদার।' বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলেছেন রিভাল্ডো। ক্যাটালানদের হয়ে তিনি সাফল্যও পেয়েছেন। সেই ক্লাবেই প্রায় ২ দশক ধরে খেলেছেন মেসি। সেই কারণে আর্জেন্টিনার অধিনায়কের প্রতি রিভাল্ডোর আলাদা স্নেহ রয়েছে। সে কথাই তিনি ট্যুইটে উল্লেখ করেছেন। লাতিন আমেরিকানদের জাত্যাভিমান প্রবল। তাঁরা কোনওদিন চান না ইউরোপের কোনও দল বিশ্বকাপ জিতুক। সেই কারণেই এবার মেসির হাতে কাপ দেখতে চাইছেন রিভাল্ডো।
২০১৪ সালের পর ফের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে ০-১ গোলে হেরে রানার্স হন মেসিরা। তবে এবার তাঁরা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না। ক্লাব ও দেশ মিলিয়ে ১ হাজারের বেশি ম্যাচ খেলে ফেলেছেন মেসি। তিনি বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি এবারের বিশ্বকাপে একাধিক ব্যক্তিগত নজির গড়েছেন। জার্মানির প্রাক্তন ফুটবলার লোথার ম্যাথাউসের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েছেন মেসি। রবিবার ফাইনালে খেলতে নামলে তিনি ম্যাথাউসকে ছাপিয়ে এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার নজিরও গড়েছেন মেসি। তিনি প্রাক্তন স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাপিয়ে গিয়েছেন। প্রথম ফুটবলার হিসেবে একই বিশ্বকাপে ৩ ম্যাচে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর রেকর্ড গড়েছেন মেসি। এবার তিনি যে ফর্মে আছেন, তাতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবছেন না।
দলের সেরা অস্ত্র মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, 'এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে তো বটেই, গোটা টুর্নামেন্টে মেসি যে ফুটবল খেলছে, তাতে ওকে সর্বকালের সেরা বলাই যায়। অনেকের মনে হতে আমরা আর্জেন্টিনার বলেই ওকে সর্বকালের সেরা বলি। কিন্তু আমার মনে হয় মেসি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা। আমার এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ও সতীর্থদের মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে। ওর সঙ্গে একই দলে থাকা গর্বের ব্যাপার।'
আরও পড়ুন-
মেসির 'ওয়ান মোর ড্যান্স', ক্রোয়েশিয়াকে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
এমবাপের সঙ্গে লড়াই, কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি
জুলিয়ান আলভারেজের জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৩-০ উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা