লুসেইল স্টেডিয়ামে পড়ে গিয়ে মৃত্যু নিরাপত্তারক্ষীর, জবাব চাইল পরিবার

Published : Dec 15, 2022, 12:53 AM IST
Lusail Stadium to host Al Arabi against Al Rayyan

সংক্ষিপ্ত

কাতার বিশ্বকাপে মৃত্যু কোনওভাবেই এড়ানো যাচ্ছে না। শ্রমিক, নির্মাণকর্মী, সাংবাদিকের পর এবার মৃত্যু হল কেনিয়া থেকে আসা এক নিরাপত্তারক্ষীর।

মঙ্গলবার লুসেইল স্টেডিয়ামে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কেনিয়ার নাগরিক ২৪ বছর বয়সি এক নিরাপত্তারক্ষীর। বুধবার এমনই জানিয়েছে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটি। মঙ্গলবার লুসেইল স্টেডিয়ামে প্রথম সেমি ফাইনাল ম্যাচ ছিল। ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই মাঠেই এর আগের ম্যাচে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন জন এনজা কিবুই। তিনি পড়ে গিয়ে মারাত্মক চোট পান। এরপরেই তাঁকে হামাদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। আইসিইউ-তে ভর্তি করানো হয়েছিল জনকে। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে কাতার বিশ্বকাপের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের মেডিক্যাল টিমের সবরকমের চেষ্টা সত্ত্বেও জনকে বাঁচানো সম্ভব হয়নি। ৩ দিন ইনটেনসিভ কেয়ারে থাকার পর তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে এই খবর জানানো হয়েছে। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর সহকর্মী ও বন্ধুদেরও এই কঠিন মুহূর্তে আমরা সমবেদনা জানাচ্ছি।'

মৃত নিরাপত্তারক্ষীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনার জবাব চাওয়া হয়েছে। জনের কাকা স্যামুয়েল এনজা বলেছেন, 'আমরা ওর পরিবারের লোকজন অবশ্যই এই ঘটনার জবাব চাই। ও যে সংস্থার কর্মী ছিল, তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে যেন জনের দেহ দেশে ফেরত পাঠানো হয়। জন আল-স্রাইয়া সিকিউরিটি সার্ভিস সংস্থার কর্মী ছিল। ওই সংস্থার পক্ষ থেকে এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কীভাবে জনের মৃত্যু হল, সে বিষয়েও আমাদের কিছু জানানো হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সবাই এই ঘটনায় শোকাহত।'

কাতারে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন জন। তিনি যে অর্থ রোজগার করতেন, তার বেশিরভাগটাই পরিবারকে দিতেন। এই যুবক ছিলেন আর্জেন্টিনার সমর্থক। তিনি আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচেও নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছেন। সেই ম্যাচের পরেই তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর আর তাঁর পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব হল না।

কেনিয়া থেকে অনেকেই কাতারে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতে যান। কিন্তু তাঁদের যেভাবে রাখা হয়, সেটা মোটেই ভাল নয়। গত বছর ম্যালকম বিদালি নামে কেনিয়া থেকে আসা এক নিরাপত্তারক্ষী অমানবিক পরিবেশে থাকতে বাধ্য হওয়ার অভিযোগ করেন। এরপরেই আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ আনা হয়। পরে অবশ্য এই নিরাপত্তারক্ষীকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন-

রিয়াল মাদ্রিদের স্পোর্টিং সেন্টারে অনুশীলন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

মেসির 'ওয়ান মোর ড্যান্স', ক্রোয়েশিয়াকে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

এমবাপের সঙ্গে লড়াই, কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: ঘিরে রাখা মেসিকে দেখতেই পেলেন না অনেকে? এত টাকা খরচ করে টিকিট! যুবভারতীতে বিশৃঙ্খলা
Messi in Kolkata: শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন 'এলএম১০', শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে