ফিরলেন, খেললেন, গোল করলেন, দলকে জেতালেন। হ্যাঁ, এটাই সোমবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমার সম্পর্ক বলা যায়। তিনি চোট পেতেই ছন্দ হারিয়েছিল ব্রাজিল। ১০ নম্বর জার্সি প্রথম একাদশে ফিরতেই ব্রাজিলও ফিরল ব্রাজিলে।
ফিরলেন, খেললেন, গোল করলেন, দলকে জেতালেন। হ্যাঁ, এটাই সোমবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমার সম্পর্ক বলা যায়। তিনি চোট পেতেই ছন্দ হারিয়েছিল ব্রাজিল। ১০ নম্বর জার্সি প্রথম একাদশে ফিরতেই ব্রাজিলও ফিরল ব্রাজিলে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা যে মেজাজে থাকলে কতটা ভয়ঙ্কর, সেটা হাড়ে হাড়ে টের পেল দক্ষিণ কোরিয়া। ৩৬ মিনিটের মধ্যেই ম্যাচের ফল হয়ে যায় ৪-০। এরপর আর গোল করেনি ব্রাজিল। বরং দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়াকে খেলার সুযোগ দেয়। তার ফলে শেষের দিকে ব্য়বধান কমায় এশিয়ার দলটি। অনায়াসে ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল।