রবিবার কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অন্য ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেনেগাল। কোনও দলই একে অপরকে এতটুকু জমি ছাড়তে নারাজ। জমজাট লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
ফ্রান্স ও পোল্যান্ড, ২ দলই গ্রুপের শেষ ম্যাচ হেরে গিয়েছে। ফ্রান্সকে হারিয়ে দেয় টিউনিশিয়া আর পোল্যান্ড হেরে যায় আর্জেন্টিনার কাছে। ফ্রান্স অবশ্য গ্রুপের শেষ ম্যাচ হেরেও শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করেছে। পোল্যান্ড গ্রুপে দ্বিতীয় হয়েছে। তবে গ্রুপের লড়াই অতীত। এবার নক-আউটে যে দল ভাল খেলবে, তারাই কোয়ার্টার ফাইনালে যাবে। কিলিয়ান এমবাপে, আঁতোয়া গ্রিজম্যান, অলিভিয়ের জিরুদের সঙ্গে রবার্ট লেওয়ানডস্কির লড়াই। দলগত শক্তির বিচারে অনেকটা এগিয়ে ফ্রান্স। তবে এবারের বিশ্বকাপে কোনও দলকেই খাটো করে দেখা সম্ভব নয়। যে কোনও দিন যে কোনও দল জিতে যেতে পারে। তাই ফ্রান্সকে সতর্ক থাকতেই হচ্ছে।