এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ড্র করেছেন টমাস মুলাররা। শেষ ম্যাচে শুধু নিজেরাই জিতলে হবে না, অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে জার্মানিকে।
গ্রুপ ই-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জাপান। শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে জাপান। যদি এই ম্যাচ ড্র হয় এবং জার্মানিও কোস্টারিকার সঙ্গে ড্র করে, তাহলে স্পেন ও জাপান এই গ্রুপ থেকে নক-আউটে চলে যাবে। তাই জার্মানিকে শুধু শেষ ম্যাচ জিতলেই হবে না, স্পেনের কাছে জাপানকেও হারতে হবে।