জল্পনায় ইতি, ফিট হয়ে উঠলেও রবিবার বিশ্বকাপ ফাইনালের জন্য ফ্রান্স দলে ফেরানো হল না স্ট্রাইকার করিম বেঞ্জেমাকে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়ে দিয়েছেন, বেঞ্জেমাকে নিয়ে প্রশ্ন তাঁর জন্য বিব্রতকর।
জল্পনায় ইতি, ফিট হয়ে উঠলেও রবিবার বিশ্বকাপ ফাইনালের জন্য ফ্রান্স দলে ফেরানো হল না স্ট্রাইকার করিম বেঞ্জেমাকে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়ে দিয়েছেন, বেঞ্জেমাকে নিয়ে প্রশ্ন তাঁর জন্য বিব্রতকর। বিশ্বকাপের দলে থাকা বেঞ্জেমা ও লুকাস হার্নান্ডেজ চোট পেয়ে খেলতে পারেননি। বাকি ২৪ জন খেলার জন্য তৈরি। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে উরুতে চোট পেয়ে ছিটকে যান বেঞ্জেমা। তবে তাঁর পরিবর্ত হিসেবে কাউকে দলে নেননি ফ্রান্সের কোচ। এখন চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন ফ্রান্সের অন্যতম সেরা স্ট্রাইকার। শোনা যাচ্ছিল, বিশ্বকাপ ফাইনালের আগে ফ্রান্স দলে ফিরতে পারেন বেঞ্জেমা। সেমি ফাইনালের পর এই প্রশ্ন এড়িয়ে যান বেঞ্জেমা। তবে ফাইনালের আগে তিনি জানিয়ে দিলেন, খেলছেন না বেঞ্জেমা।