গতবারের চ্যাম্পিয়ন বনাম চতুর্থ স্থানাধিকারী। এবারের বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ফ্রান্স-ইংল্যান্ড লড়াই সবসময়ই জমজমাট। বিশ্বকাপে এই ২ দেশের দেখা হলে তো কথাই নেই।
গতবারের চ্যাম্পিয়ন বনাম চতুর্থ স্থানাধিকারী। এবারের বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ফ্রান্স-ইংল্যান্ড লড়াই সবসময়ই জমজমাট। বিশ্বকাপে এই ২ দেশের দেখা হলে তো কথাই নেই। নাক উঁচু ইংরেজরা সবসময় নিজেদের দলকেই এগিয়ে রাখে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ফরাসিরা ইংরেজদের ঔদ্ধত্য মানবে কেন? সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে কথার লড়াই। ফুটবলাররাও একে অপরকে চাপে ফেলার খেলা শুরু করে দিয়েছেন। ইংরেজ ডিফেন্ডার কাইল ওয়াকারের দাবি, কিলিয়ান এমবাপে একা ফ্রান্সকে জেতাতে পারবেন না। পাল্টা ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান র্যাবিয়তের দাবি, তাঁদের আক্রমণ সামাল দিতে রক্ষণাত্মক হয়ে যাবে ইংল্যান্ড।