রবিবার বিশ্বকাপ ফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচের আগে মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। মেসির হ্যামস্ট্রিংয়ে চোটের কথা শোনা যাচ্ছে।
রবিবার বিশ্বকাপ ফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচের আগে মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। মেসির হ্যামস্ট্রিংয়ে চোটের কথা শোনা যাচ্ছে। যদিও বিশ্বকাপ ফাইনাল খেলতে মরিয়া মেসি। তিনি যে কোনও মূল্যে মাঠে নামতে চাইছেন। এটাই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ বলে ঘোষণা করেছেন এল এম টেন। ৮ বছর আগে ব্রাজিলে বিশ্বকাপ ফাইনালে জার্মনির কাছে হেরে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। এবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবছে না আর্জেন্টিনা শিবির। জয় পেতে তৈরি দল।