পরপর ২ ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকেই নক-আউটে জায়গা করে নিলেন মেসিরা। পোল্যান্ডের বিরুদ্ধে মেসি পেনাল্টি থেকে গোল করতে না পারলেও সহজ জয় পেল আর্জেন্টিনা।
প্রথমার্ধে আর্জেন্টিনা গোল করতে না পারলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। ২ গোলে পিছিয়ে পড়ে পোল্যান্ডের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। ২-০ গোলে জিতে নক-আউটের যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শীর্ষেই থাকলেন মেসিরা। নক-আউটের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।