মেসির 'ওয়ান মোর ড্যান্স', ক্রোয়েশিয়াকে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে পরপর ৫ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ৮ বছর পর ফের বিশ্বকাপ ফাইনাল খেলবেন লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর থেকেই আর্জেন্টিনার সমর্থকরা বলছিলেন, ১৯৯০ সালের মতোই এবারও ফাইনাল খেলবে তাঁদের প্রিয় দল। ঠিক সেটাই হল। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে পরপর ৫ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ৮ বছর পর ফের বিশ্বকাপ ফাইনাল খেলবেন লিওনেল মেসি। দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা পরপর ২ বার বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালে রানার্স হয় আর্জেন্টিনা। এবার দলকে চ্যাম্পিয়ন করতে পারলে মারাদোনার নজির স্পর্শ করতে পারবেন মেসি। 

01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা04:05East Bengal Foundation Day : ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন বাংলাদেশের শিল্পী মেহরিনের01:40অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার
Read more