আফ্রিকার উত্থান না ইউরোপের আধিপত্য? বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ২ মহাদেশের লড়াই। একদিকে ইউরোপের গরিমা, কৌলীন্য বজায় রাখার লড়াই ফ্রান্সের, অন্যদিকে বিশ্ব ফুটবলের নতুন শক্তি হিসেবে মরক্কোর আত্মপ্রকাশ।
আফ্রিকার উত্থান না ইউরোপের আধিপত্য? বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ২ মহাদেশের লড়াই। একদিকে ইউরোপের গরিমা, কৌলীন্য বজায় রাখার লড়াই ফ্রান্সের, অন্যদিকে বিশ্ব ফুটবলের নতুন শক্তি হিসেবে মরক্কোর আত্মপ্রকাশ। এবারের বিশ্বকাপে পর্তুগাল, বেলজিয়ামের মতো ইউরোপের শক্তিধর দলগুলিকে হারিয়ে দিয়েছে মরক্কো। এবার সামনে কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরুরা। ফের নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করতে তৈরি ইয়াসিন বোনো, হাকিম জিয়েচরা। তাঁদের তো হারানোর কিছু নেই। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছে মরক্কো। ফাইনালে পৌঁছতে পারবে গৌরব বাড়বে।