সোমবার কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রথম একাদশে থাকছেন নেইমার। পেলের শারীরিক অবস্থার মধ্যেও এই খবরেই চনমনে হয়ে উঠেছে ব্রাজিল শিবির। চোট সারিয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার।
সোমবার কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রথম একাদশে থাকছেন নেইমার। পেলের শারীরিক অবস্থার মধ্যেও এই খবরেই চনমনে হয়ে উঠেছে ব্রাজিল শিবির। চোট সারিয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। তাঁকে যে প্রথম একাদশে রাখা হবে, সেটা জানিয়ে দিয়েছেন কোচ তিতে। নেইমার ছাড়াও চোট সারিয়ে দলে ফিরছেন রাইট ব্যাক ড্যানিলো। ফলে ব্রাজিলের চিন্তা অনেকটাই কমছে। গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে নক-আউটে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে এশিয়ার এই দলকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না ব্রাজিল। ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিল অসংখ্য সুযোগ নষ্ট করেছে। নক-আউটে যাতে আর সেই ভুল না হয়, সেদিকে নজর দিচ্ছেন তিতে। রিচার্লিসন, রাফিনহাদের সঙ্গে আলাদা করে কথা বলে তাঁদের বোঝাচ্ছেন তিতে। নেইমার এবারের বিশ্বকাপে এখনও গোল পাননি। তিনি বিশ্বকাপ শুরু হওয়ার আগে জানিয়েছিলেন, কাতারে অন্তত ৫ গোল করাই লক্ষ্য। তিনি সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করবেন।