উরুগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করে অসাধারণ নজির গড়লেন ব্রুনো। ১৯৬৬ বিশ্বকাপের পর পর্তুগালের প্রথম ফুটবলার হিসেবে একই বিশ্বকাপে ২ গোল ও ২ গোলের ক্ষেত্রে পাস বাড়ানোর নজির গড়লেন তিনি।
উরুগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করে অসাধারণ নজির গড়লেন ব্রুনো। ১৯৬৬ বিশ্বকাপের পর পর্তুগালের প্রথম ফুটবলার হিসেবে একই বিশ্বকাপে ২ গোল ও ২ গোলের ক্ষেত্রে পাস বাড়ানোর নজির গড়লেন তিনি। ১৯৬৬ বিশ্বকাপে এই রেকর্ড ছিল হোসে অগাস্তো ও হোসে তোরেসের। উরুগুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকও পেতে পারতেন ব্রুনো। ইনজুরি টাইমের শেষদিকে তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। এটাই রোনাল্ডো ও মেসির শেষ বিশ্বকাপ। ফুটবলপ্রেমীদের আশা, আর্জেন্টিনা ও পর্তুগাল অনেকদূর যাবে এবং এই ২ তারকার খেলা উপভোগ করা যাবে। পর্তুগাল নক-আউটে জায়গা করে নিল। এবার মেসিদের নক-আউটের যোগ্যতা অর্জন করতে হবে।