ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বদলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন, সেটাও আবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে। প্রথম সুযোগেই হ্যাটট্রিক করলেন গনসালো র্যামোস। ২১ বছরের এই স্ট্রাইকার খেলেন পর্তুগালের ক্লাব বেনফিকায়। এটাই ছিল বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বদলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন, সেটাও আবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে। প্রথম সুযোগেই হ্যাটট্রিক করলেন গনসালো র্যামোস। ২১ বছরের এই স্ট্রাইকার খেলেন পর্তুগালের ক্লাব বেনফিকায়। এটাই ছিল বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচ। সেই ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন র্যামোস। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নক-আউটে হ্যাটট্রিক করলেন কোনও ফুটবলার। কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে চলেছে পর্তুগাল। সেই ম্যাচেও রোনাল্ডো প্রথম একাদশে থাকবেন কি না স্পষ্ট নয়। র্যামোস যে পারফরম্যান্স দেখালেন, তাতে তাঁকে বাদ দেওয়া কঠিন। ফলে কোয়ার্টার ফাইনালেও রিজার্ভ বেঞ্চেই থাকতে হতে পারে রোনাল্ডোকে।