আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে দিল আফ্রিকার দলটি। অন্যদিকে, এদিনই বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এবারের বিশ্বকাপে একাধিক বড় দলকে বেগ দিয়েছে মরক্কো। কোয়ার্টার ফাইনালেও ঠিক সেটাই হল। এদিন ৪২ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন ইউসিফ এন-নেসিরি। সেই গোল আর শোধ করতে পারল না পর্তুগাল। রোনাল্ডো মাঠে নেমেও দলকে জেতাতে পারলেন না। ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ওয়ালিদ চেদ্দিরাকে। ফলে শেষ কয়েক মিনিট ১০ জনে খেলে মরক্কো। কিন্তু তাতেও সমতা ফেরাতে পারল না পর্তুগাল। প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ার পর এবার সেমি ফাইনালেও পৌঁছে গেল মরক্কো। সেমি ফাইনালে আফ্রিকার দলটির সামনে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।