স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মরক্কো। টাইব্রেকারে ৩টি শট সেভ করে নায়ক হয়ে গেলেন ইয়াসিন বোনো। তিনি খেলেন লা লিগার ক্লাব সেভিয়ায়। ফলের স্পেনের সব ফুটবলারকেই ভালভাবে চেনেন, তাঁদের খেলার ধরন জানেন।
স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মরক্কো। টাইব্রেকারে ৩টি শট সেভ করে নায়ক হয়ে গেলেন ইয়াসিন বোনো। তিনি খেলেন লা লিগার ক্লাব সেভিয়ায়। ফলের স্পেনের সব ফুটবলারকেই ভালভাবে চেনেন, তাঁদের খেলার ধরন জানেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে দিলেন মরক্কোর গোলকিপার। মরক্কোর গোলকিপার বোনো পেনাল্টি বাঁচানোর জন্য বিখ্যাত। তিনি কেরিয়ারে যত পেনাল্টির মোকাবিলা করেছেন, তার মধ্যে ২৬ শতাংশই বাঁচিয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত তিনি ৫৩টি পেনাল্টি শটের মোকাবিলা করে ১৬টি শট বাঁচিয়ে দেন। এ বছর ১০টি পেনাল্টি শটের মোকাবিলা করে ৫টিই বাঁচিয়ে দিলেন বোনো। বিশ্বকাপের ইতিহাসেই এটাই মরক্কোর প্রথম টাইব্রেকার ছিল। সেই ম্যাচেই দলকে জিতিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে তুলে নিয়ে গেলেন বোনো।