আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
পরাজিত হল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওদিকে আবার ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করল ব্রাজিল। যদিও এই ফলের জেরে দুটি দলের বিশ্বকাপের মূলপর্বে যাওয়া নিয়ে কোনও সমস্যা নেই।
বৃহস্পতিবার, রাতে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। খাতায় কলমে অনেকটাই পিছিয়ে থাকা দুর্বল প্যারাগুয়ের বিরুদ্ধে পূর্ণশক্তির দলই নামান দলের কোচ স্কালোনি। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হল না। এগিয়ে গিয়েও সেই হারের মুখ দেখতে হল নীল-সাদা ব্রিগেডকে। এদিন ম্যাচের ১১ মিনিটে, গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ।
কিন্তু তার কিছুক্ষণ পরেই দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করে প্যারাগুয়ের হয়ে সমতা ফেরান অ্যান্তোনিও সানাব্রিয়া। আবার দ্বিতীয়ার্ধের ২ মিনিটেই জয়সূচক গোলটি পায় প্যারাগুয়ে। এক্ষেত্রে গোল করেন ওমর আলডেরেট। এদিন ম্যাচে সেইভাবে নজর কাড়তে পারেননি মেসি। বরং রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
অন্যদিকে, ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গেল ব্রাজিল। বৃহস্পতিবার রাতে, রাফিনহার দুরন্ত গোলে ম্যাচে লিড নেয় ব্রাজিল। ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করেন এই তারকা ফুটবলার। কিন্তু ৩ মিনিট বাদেই গোল শোধ করে দেন ভেনেজুয়েলার টেলাসকো। অবশ্য পরেও একাধিক সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু পেনাল্টি মিস করে সেই সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস। শেষপর্যন্ত, ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।
অন্যদিকে, এরপরে দাঁড়িয়েও বিশ্বকাপের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ওদিকে আবার ব্রাজিল নেমে গেল তৃতীয় স্থানে। তাদের সংগ্রহে মোট ১৭ পয়েন্ট। এমনিতে লাতিন আমেরিকার ৬টি দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়। সুতরাং ব্রাজিল অথবা আর্জেন্টিনা, কারওরই মূল পর্বে ওঠা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।