রবিবার সুপার কাপ অভিযান শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে লাল-হলুদ। সুপার কাপ শেষ হলেই আর ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না কনস্টানটাইন।
রবিবার সুপার কাপ অভিযান শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে লাল-হলুদ। তার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন বললেন, 'সুপার কাপ নক-আউট টুর্নামেন্ট। গ্রুপ লিগে আমাদের ৩টি ম্যাচ খেলতে হবে। সব প্রতিপক্ষই কঠিন। আমরা ভালো খেলার চেষ্টা করব।' ওড়িশা এফসি-র বিরুদ্ধে আইএসএল-এ খেলেছে ইস্টবেঙ্গল। ফলে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ভালোভাবেই জানেন লাল-হলুদ কোচ। সেই অনুযায়ী দল সাজাচ্ছেন তিনি। সুপার কাপ শেষ হলেই আর ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না কনস্টানটাইন। সেই কারণে তাঁকে কিছুটা নিরাসক্ত মনে হচ্ছে। ফলে সুপার কাপে দলের পারফরম্যান্সের ব্যাপারে খুব একটা আশাবাদী হতে পারছেন না লাল-হলুদ সমর্থকরা।