ভিনিসিয়াস জুনিয়রের প্রতি স্পেনের বিভিন্ন দলের সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ নিয়ে উত্তাল সারা বিশ্ব। ফিফাও এই ঘটনার নিন্দায় সরব। নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
লা লিগার বিভিন্ন ম্যাচে বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন ব্রাজিলের তরুণ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের বিভিন্ন অ্যাওয়ে ম্যাচে গ্যালারি থেকে এই তরুণ ফুটবলারকে ক্রমাগত 'বানর' বলা হচ্ছে, কলা ছুড়ে দেওয়া হচ্ছে, কৃষ্ণাঙ্গ বলে অপমান করা হচ্ছে। অনেকদিন ধরেই বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন ভিনিসিয়াস। রবিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচেও একই ঘটনা দেখা যায়। এই ঘটনায় মুখ পড়েছে লা লিগা কর্তৃপক্ষ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। স্পেনের ঘরোয়া ফুটবলে বর্ণবৈষম্যের শিকড় যে কতটা গভীরে, সেটা এই ঘটনায় প্রকট হয়ে গিয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো এই ঘটনার নিন্দা করার পর নড়েচড়ে বসেছে লা লিগা কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্ণবিদ্বেষের নিন্দা করে এশিয়ানেট নিউজ বাংলাকে ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ফিলিপ ডিরাইডার। এই বেলজিয়ান কোচ বলেছেন, 'বিশ্বের কোথাও বর্ণবৈষম্য থাকা উচিত নয়। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে যা হয়েছে সেটা আজকের দিনেও সারা বিশ্বে হয়। এটা কখনও হওয়া উচিত নয়। কিন্তু বর্ণবৈষম্য যুগ যুগ ধরে চলে আসছে। যতদিনের কথা আমরা মনে করতে পারি ততদিন ধরেই বিশ্বে রয়েছে বর্ণবিদ্বেষ। আমরা কি বদল আনব না পরিস্থিতি আরও খারাপ হবে? আমি বর্ণবিদ্বেষের বিরোধী। আমার নিজেরও বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা আছে। সারা বিশ্বেই বর্ণবৈষম্য রয়েছে। আমি যখন ভারতে ছিলাম, আফ্রিকায় ছিলাম, চিনে ছিলাম তখন বৈষম্যের শিকার হয়েছি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম বর্ণবৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।'
ভারতীয় ফুটবলে সেভাবে বর্ণবৈষম্য প্রকাশ্যে না এলেও ইস্টবেঙ্গলের এক প্রাক্তন ডিফেন্ডারের বিরুদ্ধে আই লিগের ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ এনেছিলেন মোহনবাগানের এক প্রাক্তন বিদেশি স্ট্রাইকার। ইস্টবেঙ্গলের সেই ডিফেন্ডারকে একটি ম্যাচ সাসপেন্ডও করেছিল এআইএফএফ। ইস্টবেঙ্গলের এক প্রাক্তন মিডফিল্ডার মজার ছলে ৩ নাইজেরিয়ান সতীর্থকে 'কালু' বলতেন। পাল্টা ওই ৩ নাইজেরিয়ান ফুটবলারও বলতেন, 'তুমি কালু'। এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও, এখন আর এক দশকের পুরনো সেই ঘটনা প্রসঙ্গে কিছু বলতে চাননি ওই প্রাক্তন মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক সুলে মুসাও বর্ণবৈষম্য নিয়ে কিছু বলতে নারাজ। তাঁর বক্তব্য, 'যা হয়েছে সেটা সারা বিশ্ব দেখছে। সত্যিটা সবার সামনে।'
আরও পড়ুন-
ফের বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র, আইনি ব্যবস্থা নিচ্ছে রিয়াল মাদ্রিদ
এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১২
Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা