এবার ফিফার (FIFA) দ্বারস্থ হলেন ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রাক্তন কোচ ইগোর স্টিমাচ (Igor Stimac)। অবশ্য আগেই তিনি এই কথা জানিয়েছিলেন।
প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল।
চুক্তি শেষ হওয়ার আগেই স্টিমাচকে ছেঁটে ফেলে ফেডারেশন।
ইগোর স্টিমাচ ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বকেয়া বেতন দাবি করলেন।
সেইসময়, ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত চুক্তি হয়।
কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের আগেই বিদায় নেয় ভারতীয় ফুটবল দল।
তখন তাঁকে তিন মাসের বেতন দিতে চেয়েছিল এআইএফএফ।
কারণ, তাঁর মনে হয়েছিল যে, এই প্রস্তাব অপমানজনক।
আগামী ২০২৫ সালের জুন মাস পর্যন্ত তাঁর বেতন প্রায় ৭.৫০ কোটি টাকা। যা দিতে রাজি নয় ফেডারেশন।
স্টিমাচ কিন্তু দমে যাননি।
তাঁর বাকি পাওনা বেতন পেতে ফিফার কাছে গেলেন ইগোর স্টিমাচ।