রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে জাতীয় পর্যায়ের গ্রুপের প্রথম ম্যাচে রামথর ভেং এফসি-কে ৩-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন হিমাংশু জ্যাংড়া।
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে জাতীয় পর্যায়ের গ্রুপের প্রথম ম্যাচে রামথর ভেং এফসি-কে ৩-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। শুক্রবার সকালে নভি মুম্বইয়ের ঘানশোলিতে রিলায়েন্স কর্পোরেট পার্কে এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন হিমাংশু জ্যাংড়া। অপর গোলটি করেন মহম্মদ রোশাল পিপি। ২৩ মিনিটে প্রথম গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন হিমাংশু। তিনিই ৩৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। এরপর ৬৯ মিনিটে লাল-হলুদের তৃতীয় গোল করেন রোশাল। শেষদিকে ব্যবধান রামথর। লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জেসিন টিকে। ফলে শেষদিকে ১০ জনে খেলতে হয় লাল-হলুদকে। চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় রোশালকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ১ মে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আরএফ ইয়াং চ্যাম্পসের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।