IFA Shield 2025: কলকাতা ডার্বির লড়াই। এবার আইএফএ শিল্ড ফাইনালে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা (kolkata derby 2025)। তারপরেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, চলতি আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (mohun bagan vs east bengal ifa shield)। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই ম্যাচ।
এককথায় বলতে গেলে, হাইভোল্টেজ কলকাতা ডার্বি। নিঃসন্দেহে উত্তেজনার পারদ তুঙ্গে। আর সবথেকে বড় বিষয়, দুই দলই কিন্তু নিজেদের শেষ দুটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই, আত্মবিশ্বাসের দিক দিয়েও দুই দল ভালো জায়গায় রয়েছে।
তাছাড়া শিল্ডের লড়াইতে, সবুজ মেরুন এবং লাল হলুদ ব্রিগেডের সামনে আর কোনও দলই সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবার সেই দুই যুযুধান প্রতিপক্ষ ফাইনালে মুখোমুখি হচ্ছে।
ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জোসে মোলিনা জানালেন, “জানি, সমর্থকরা খুশি নয়। ওদের কষ্টটা বুঝতে পারছি। কিন্তু মোহনবাগান সবসময় ম্যাচ জিততে চায়। তাই আমাদের একটাই লক্ষ্য, শিল্ড ফাইনালে জয়। আমাদের ছেলেরা নিজেদের সেরাটাই উপহার দেবে। গোটা দলের এখন ফোকাস রয়েছে ফাইনালের উপর। আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি খেলতে নামছি। আর সেই ম্যাচে আমরা প্রমাণ করার জন্য তৈরি আছি।"
অপরদিকে, ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জের কথায়, “আমরা ১১ জনের বিরুদ্ধে খেলতে নামব। আর ইস্টবেঙ্গল অন্যতম সেরা একটা দল। এর আগে আমরা ২৯বার শিল্ড জিতেছি, এবার ৩০তম বার জিততে চাই। আশা করি, ভালো ফুটবল হবে। এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা ফুটবলাররা খুব ভালোভাবেই জানে। ছেলেরা তৈরি আছে। ফুটবল একটা দলগত খেলা। ডার্বি একটা ইমোশন। গোটা দল মোটিভেটেড। তবে আমি আইএফএ-কে ধন্যবাদ জানাতে চাই। এত কম সময়ে সুন্দরভাবে শিল্ড আয়োজনের জন্য।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।