
IFA Shield: ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের আসর বসতে চলেছে (ifa shield 2025)। ফের একবার শুরু হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার ঠিক পরেই শুরু হবে সেই ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড (ifa shield 2025 schedule)।
শনিবার, এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেন বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা তথা আইএফএ সচিব অনির্বাণ দত্ত। উল্লেখ্য, কয়েকদিন আগেই আইএফএ শিল্ড আয়োজনের কথা জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একটি চিঠি দেন তিনি। এরপর শুক্রবার, সেই চিঠির জবাবও এসে পৌঁছয় তাঁর হাতে।
এআইএফএফ-এর তরফ থেকে সবুজ সঙ্কেত মিলতেই আইএফএ শিল্ড আয়োজন নিয়ে তৎপর হয়ে ওঠে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। এই বিষয়ে শনিবার, এক্বটি বৈঠকও হয় আইএফএ অফিসে। সেখানে ঠিক করা হয়, আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে আইএফএ শিল্ড। অংশ নেবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান এবং ডায়মন্ডহারবার এফসি সহ ৬টি দল।
এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, “আই লিগের তিনটি দল এবং আইএসএল-এর তিনটি দল নিয়ে আমাদের আইএফএ শিল্ড আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তিনটি আইএসএল-এর দল হল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান। এর বাইরে তিনটি আই লিগের দলও খেলবে। ডায়মন্ডহারবার এক্ষেত্রে অবশ্যই আগ্রাধিকার পাবে। বাকি দুটি দলের নাম আশা করি খুব দ্রুত জানাতে পারব আমরা।”
জানা যাচ্ছে, তিনটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। তারপর প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দল ফাইনালে যাবে। তবে আগামী ২৫ অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। তাই তার আগেই টুর্নামেন্ট শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে আইএফএ। এদিকে আগামী ৬ অক্টোবর রয়েছে লক্ষ্মীপুজো এবং ২০ তারিখ কালীপুজো। তাই আইএফএ চাইছে, ৮ অক্টোবর থেকেই শিল্ড শুরু করে দিতে। সেক্ষেত্রে প্রতিযোগিতাকে ১৭-১৮ অক্টোবরের মধ্যে শেষ করে দেওয়া যাবে। তবে তারা ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।