মেসি যোগ দেওয়ার পরেই এমএলএস নিয়ে আগ্রহ বাড়ছে, জানালেন ইন্টার মায়ামির কর্ণধার

বিশ্ব ফুটবলের ২ নক্ষত্র  লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপের ক্লাব ফুটবল ছেড়েছেন। তাঁরা বিশ্বের ২ প্রান্তে। তবে তাঁদের মধ্যে রেষারেষি বন্ধ হচ্ছে না।

প্যারিস সাঁ-জা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেজর লিগ সকারে প্রভাব ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি মাঠে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন, তেমনই মাঠের বাইরেও প্রভাবশালী হয়ে উঠেছেন। মেসির জন্যই এমএলএস ও ইন্টার মায়ামির জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে গিয়েছে। এমএলএস ও ইন্টার মায়ামির ম্যাচ সম্প্রচারের দায়িত্বে আছে অ্যাপল টিভি। ইন্টার মায়ামির ম্যাচে দর্শক সংখ্যা সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। মেসির জন্যই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘মেসির প্রভাব সত্যি। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই অ্যাপল টিভিতে এমএলএস সিজন পাসের সাবস্ক্রাইবার সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। এছাড়া মেসির খেলা ম্যাচগুলির সময় অ্যাপল টিভিতে স্প্যানিশ ভাষার দর্শকের সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। স্প্যানিশ ভাষার দর্শকের সংখ্যা ক্রমশঃ বেড়ে চলেছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা মেসির অনুরাগীদের পক্ষে এটা অত্যন্ত আকর্ষণীয় খবর।’

এখনও পর্যন্ত মেজর লিগ সকারে কোনও ম্যাচ খেলেননি মেসি। তিনি ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। মেসির জন্যই ঘুরে দাঁড়াতে পেরেছে ইন্টার মায়ামি। মেসির পর দলে যোগ দিয়েছেন বার্সেলোনার প্রাক্তন তারকা সের্জিও বুস্কেটস, জর্ডি আলবা। ফলে আমূল বদলে গিয়েছে ইন্টার মায়ামি। দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় অবশ্যই মেসি। তাঁর জন্যই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইন্টার মায়ামির নাম। এতদিন মেজর লিগ সকার নিয়ে অন্য দেশে তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রেই খুব বেশি মানুষের আগ্রহ ছিল না। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ইন্টার মায়ামির সব ম্যাচের দিকেই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকছে। ফলে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে এমএলএস। আর্জেন্টিনা-সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, স্পেনেও প্রচণ্ড জনপ্রিয় মেসি। সেই কারণে স্প্যানিশ ভাষাভাষীদের মধ্যে নিজেদের ভাষায় ইন্টার মায়ামির ম্যাচের বিবরণ শোনার আগ্রহ বাড়ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে সবার ধারণাই বদলে গিয়েছে।

Latest Videos

 

 

বিশ্বের সেরা ফুটবলার যে লিগে খেলছেন, সেই লিগ যে আকর্ষণীয় হয়ে উঠবে, সে ব্যাপারে কারও সংশয় ছিল না। মেসি শুরু থেকেই প্রভাব ফেলায় খুশি ইন্টার মায়ামি ও এমএলএস-এর কর্তারা। তাঁরা মেসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা শুরু করেছেন।

আরও পড়ুন-

কোপা লিবের্তাদোরেসে লুসিয়ানো স্যাঞ্চেজের পা ভেঙে ৩ ম্যাচ নির্বাসিত মার্সেলো

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না, এই মরসুমে প্যারিস সাঁ-জা-তেই থাকছেন এমবাপে

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র