Sunil Chhetri: অগাস্টের শেষেই সুখবর, পুত্র সন্তানের বাবা হলেন সুনীল ছেত্রী

Published : Aug 31, 2023, 02:04 PM ISTUpdated : Aug 31, 2023, 02:05 PM IST
Sunil Chhetri

সংক্ষিপ্ত

প্রাথমিকভাবে জানা গিয়েছিল সেপ্টেম্বর মাসেই আসতে পারে সুখবর। কিন্তু অগাস্টের শেষেই সেই সুখবর এল ফুটবলারের জীবনে।

বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বৃহস্পতিবার এমনটাই জানালেন অধিনায়কের স্ত্রী সোনাম। জানা যাচ্ছে আপাতত সুস্থ আছেন মা ও সন্তান দু'জনেই। গত কয়েক মাস আগে মোহনবাগান ক্লাবে এসে সুনীল ছেত্রী নিজেই জানিয়েছিলেন যে বাবা হতে চলেছেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল সেপ্টেম্বর মাসেই আসতে পারে সুখবর। কিন্তু অগাস্টের শেষেই সেই সুখবর এল ফুটবলারের জীবনে।

জানা যাচ্ছে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি ছিলেন সোনম ভট্টাচার্য ছেত্রী। সে কারণেই কয়েকদিনের ছুটি নিয়েছিলেন সুনীল। তবে তিনি যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন না, তা একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছে। গত মঙ্গলবার তাঁকে বাদ রেখেই ভারতীয় ফুটবল দলের ঘোষণা করলেন ইগর স্তিম্য়াচ। পাশাপাশি দাদু হলেন মোহনবাগানের কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্য্য। ফলত বাংলার ফুটবল প্রেমীদের মধ্যেও আনন্দের ঢেউ দেখা দিয়েছে। খবর প্রকাশ্যে আসতেই ফুটবলারকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তরা।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে