এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনাল প্রথম লেগে ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের

এএফসি প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের সেরা সাফল্য এএফসি কাপের সেমি-ফাইনাল খেলা। এবার কি এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনাল পর্ব টপকাতে পারবে লাল-হলুদ ব্রিগেড?

ঘরের মাঠ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফ কে আর্কাদাগের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ১০ মিনিটের মাথায় একমাত্র গোল করেন গুরবানভ। সেই গোলেই ম্যাচের নিষ্পত্তি হল। ইস্টবেঙ্গল অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারল না। এদিন লাল-হলুদ রক্ষণে আনোয়ার আলির অভাব বারবার বোঝা গেল। লালচুংনুঙ্গা ও হেক্টর ইয়ুস্তে দলকে ভরসা দিতে পারলেন না। হতাশ করলেন রিচার্ড সেলিস। ফের গোল করতে ব্যর্থ গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। রাফায়েল মেসি বৌলি অনেক চেষ্টা করলেন বটে, কিন্তু তাঁর পক্ষে গোলমুখ খোলা সম্ভব হল না। দাগ কাটতে ব্যর্থ হলেন সল ক্রেসপো। ম্যাচের শেষদিকে মাঠে নামলেন আধা ফিট ক্লেইটন সিলভা। তিনি কিছুই করতে পারলেন না। নিয়মিত গোল পাওয়া ডেভিড লালহানসাঙ্গাকে কেন খেলার সুযোগ দেওয়া হল না, তা স্পষ্ট নয়। বিষ্ণু পি ভি-কে অনেক দেরিতে মাঠে নামালেন লাল-হলুদের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। নাওরেম মহেশ সিং ভালো খেললেন, কিন্তু সতীর্থদের কাছ থেকে সেভাবে সাহায্য পেলেন না।

দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?

Latest Videos

আগামী বুধবার আর্কাদাগের ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াই সবচেয়ে কঠিন হতে চলেছে। তুর্কমেনিস্তানে এখনও প্রচণ্ড ঠান্ডা। কলকাতায় গরমে খেলা-অনুশীলনে অভ্যস্ত মহেশ-মেসিদের তুর্কমেনিস্তানে গিয়ে ঠান্ডায় সমস্যায় পড়তে হবে। তাঁরা যদি ম্যাচের কয়েকদিন আগে চলে যেতে পারেন, তাহলে সুবিধা হবে। ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ জিততে পারলে এক দশকেরও বেশি সময় পর এএফসি প্রতিযোগিতার সেমি-ফাইনালে পৌঁছতে পারবে।

চোট-আঘাত নিয়ে সমস্যায় অস্কার

চলতি মরসুমের শুরু থেকেই চোট-আঘাত নিয়ে সমস্যায় রয়েছে ইস্টবেঙ্গল। মরসুমের শেষদিকেও সেই চিত্র বদলাল না। এখন আনোয়ারের চোট নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আর্কাদাগের বিরুদ্ধে দ্বিতীয় লেগেও খেলতে পারবেন না এই ডিফেন্ডার। ফলে চিন্তায় অস্কার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
বেলগাছিয়ার ঘটনায় মমতা ও ফিরহাদকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারের, দেখুন কী বলছেন তিনি
আরও বিপাকে তৃণমূল নেত্রী পম্পা পাল, তাঁর নামেই একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টে বিজেপি
ভারতে ঢুকে ভারতকে অপমান! ভারত থেকে তাড়ানো হল বাংলাদেশি ব্যক্তিকে | Bangladeshi | Cooch Behar News
'শুভেন্দু মার খেলে ভালো হত, নাটক করছে' কল্যাণ ও হুমায়ূনের মন্তব্যের জবাব Suvendu Adhikari'র