Indian Football Team: দুরন্ত জয়। রুদ্ধশ্বাস ম্যাচ শেষে জয় ছিনিয়ে নিল ভারত (ind vs oman football)। আর তারপরেই মুখ খুলেছেন দলের হেডকোচ খালিদ জামিল। বলা ভালো, রীতিমতো লড়াকু ফুটবল খেলে ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জিতল ভারত (india national football team)।
কাফা নেশনস কাপে সোমবার, ওমানের বিরুদ্ধে তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে খেলতে নামে ব্লু-টাইগার্সরা। নিঃসন্দেহে দুর্দান্ত লড়াই করে ভারত। নির্ধারিত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল ছিল ১-১।
সবথেকে বড় বিষয়, ভারত এমন একটা দলকে হারাল, যারা ভারতের থেকে এগিয়ে চে ৫৪ ধাপ। হ্যাঁ, ফিফা র্যাঙ্কিং-এ ৫৪ ধাপ এগিয়ে থাকা ওমানকেই এবার হারালেন উদান্তা সিং, রাহুল ভেকে এবং গুরপ্রীত সিং সান্ধুরা।
বলা চলে, বহুদিন বাদে যেন সেই লড়াই দেখা গেল ভারতীয় ফুটবলারদের মধ্যে। আরও পরিষ্কারভাবে বলতে গেলে, জয়ের খিদে ছিল ছেলেদের মধ্যে। এই যে গোল খেয়েও পাল্টা আক্রমণ তুলে আনার মানসিকতা, সেটাই যেন দেখা গেল খালিদের দলের মধ্যে।
নির্ধারিত সময় এবং তারপর অতিরিক্ত সময় পর্যন্ত, খেলার ফলাফল ১-১ থাকার ফলে, ম্যাচ চলে যায় সোজা টাইব্রেকারে। আর সেখানেই ওমানের শেষ শটটি অসাধারণ ক্ষিপ্রতায় সেভ করেন গুরপ্রীত। এমনিতেই গোটা প্রতিযোগিতায় অসাধারণ গোলকিপিং উপহার দিয়েছেন। শেষপর্যন্ত, তাঁর হাত ধরেই নতুন ইতিহাস লিখল ভারত। কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয়।
টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ওমানকে হারিয়ে জয়ী ভারত। ম্যাচের পর এই প্রসঙ্গে কোচ খালিদ জামিল জানিয়েছেন, “এই জয়ের পুরো কৃতিত্ব আমি প্লেয়ারদের দিতে চাই। তাদের মধ্যে একটা জয়ী হওয়ার বিশ্বাস কাজ করছিল। প্রত্যেক ফুটবলার ভীষণ পরিশ্রম করেছে। কারণ, গোটা দলের মধ্যে ছিল একটা ইউনিটি। আর ছেলেরা কখনও আত্মবিশ্বাস হারায়নি। সবাই একটা দল হিসেবে খেলেছে এবং প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করেছে। এটাই হচ্ছে আসল কেমিস্ট্রি।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।