Indian Footbal Team: লক্ষ্য এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার! দল বেছে নিলেন খালিদ, সুযোগ পেলেন সুনীল?

Published : Sep 17, 2025, 05:03 PM ISTUpdated : Sep 17, 2025, 06:02 PM IST
Indian Football Team

সংক্ষিপ্ত

Indian Footbal Team: অপেক্ষা করে রয়েছে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার পর্বের ম্যাচ। তার আগে ক্যাম্পের কথা মাথায় রেখে, ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন খালিদ জামিল।

Indian Footbal Team: ভারতের সামনে এবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ (indian football team news)। আর তাকে কেন্দ্র করেই এবার প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের হেডকোচ খালিদ জামিল। জাতীয় দলের কোচ হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর, কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জিতেছে ব্লু-টাইগার্সরা (afc asian cup qualifiers 2026)। 

সেই দলে ফিরেছেন তারকা সুনীল ছেত্রী

এবার তাদের সামনে অপেক্ষা করে রয়েছে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার পর্বের ম্যাচ। তার আগে ক্যাম্পের কথা মাথায় রেখে, ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন খালিদ জামিল। আর সেই দলে ফিরেছেন তারকা সুনীল ছেত্রী।

 

 

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই বিশেষ প্রস্তুতি শিবির। এই ৩০ জন ফুটবলার ছাড়াও মোহনবাগান এবং এফসি গোয়ার কয়েকজন ফুটবলারও তালিকায় রয়েছেন। তবে তারা আপাতত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন। 

তাই তাদের নাম ঘোষণা করেননি কোচ। জানা যাচ্ছে, পরে তাদের সবাইকে ডেকে নেওয়া হবে। সেইসঙ্গে, আরও পাঁচজন ফুটবলারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে নেওয়া হয়েছে ভারতের অনূর্ধ্ব-২৩ দল থেকে। 

উল্লেখ্য, এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় গ্রুপ সি-তে শেষ রাউন্ডের ম্যাচ বাকি আছে ভারতের। সিঙ্গাপুরের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ রয়েছে ব্লু-টাইগার্সদের। আগামী ৯ অক্টোবর, সিঙ্গাপুরের মাটিতে এবং ১৪ অক্টোবর ভারতের মাটিতে সেই ম্যাচগুলি হবে। গোয়াতে হবে সেই খেলা। 

খালিদ যে দল ঘোষণা করেছেন, সেখানে সুনীল রয়েছেন। অর্থাৎ, ভারতীয় ফুটবল দলে ফিরলেন সুনীল ছেত্রী। 

একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল

গোলকিপারঃ গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিং, গুরমীত সিং

ডিফেন্ডারঃ রাহুল ভেকে, আনোয়ার আলি, চিংলেনসানা সিং, মিংথানমাওয়াইয়া রালতে, বিকাশ ইয়ুমনাম, মহম্মদ উবেইস, প্রমবীর, রিকি মিতেই, রোশন সিং।

মিডফিল্ডারঃ নাওরেম মহেশ সিং, মহম্মদ আইমেন, নিখিল প্রভু, আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিং, জিতিন এমএস, লুইস নিকসন, সুরেশ সিং, ভিবিন মোহনন।

ফরোয়ার্ডঃ লালিয়ানজুয়ালা ছাংতে, জুনিয়র মনবীর সিং, মহম্মদ সনন, মহম্মদ সুহেল, ইরফান ইয়াদওয়াদ, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিংহ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?