Mohun Bagan vs Ahal FK: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর লড়াই! যুবভারতীতে মঙ্গলবার মুখোমুখি মোহনবাগান বনাম আহাল

Published : Sep 16, 2025, 12:48 AM IST
Mohun Bagan vs Ahal FK

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Ahal FK: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কেমিনিস্তানের ফুটবল দল আহালের এফকে-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড।

Mohun Bagan vs Ahal FK: এএফসি অভিযান শুরু করছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কেমিনিস্তানের ফুটবল দল আহালের এফকে-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড (afc champions league 2)। আর তার আগে সোমবার, সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয় দুই দল। আহাল এফকে-র তরফ থেকে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কোচ এজিজ আন্নামুহাম্মেদভ এবং ফুটবলার এল্মান তাগায়েভ (mohun bagan vs ahal fk)। 

 

 

সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হল দুই দল 

অপরদিকে, মোহনবাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোচ জোসে মোলিনা এবং দলের নির্ভরযোগ্য ফুটবলার অনিরুদ্ধ থাপা। আহাল এফকে-র পক্ষ থেকে তারা বলেন, "ভারতে ফুটবল নিয়ে যথেষ্ট উত্তেজনা আছে এবং কলকাতাতেও তাই। এটা আমরা শুনেছি। আর সত্যিই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং মোহনবাগান দারুণভাবে আপ্যায়ণ করেছে আমাদের।এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দল ভালোভাবে তৈরি হচ্ছে। ভিডিও অ্যানালিস্টের সাহায্য নিয়ে আমরা তৈরি হচ্ছি ভালোভাবেই। তবে আমাদের দলে কোনও বিদেশি ফুটবলার নেই। তার কারণ হল, আমরা দেশের ট্যালেন্টদের আরও বেশি করে সুযোগ দিতে চাই। দেশে ভালোমানের ফুটবলার তৈরি করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। তাই মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে আমরা সেরা ফুটবলটাই খেলব।"

আত্মবিশ্বাসী মোহনবাগান

মোহনবাগান কোচ জোসে মোলিনার কথায়, "আমি গোটা দল নিয়ে চুটিয়ে অনুশীলন করেছি এবং আমি যা সময় পেয়েছি, তাতে আমি খুশি। ছেলেরাও যথেষ্ট আত্মবিশ্বাসী। আমাদের প্রতিপক্ষ যথেষ্ট ভালো দল। তাই কোনওভাবেই তাদের হালকাভাবে নেওয়ার প্রশ্ন ওঠে না। আমরা আবার এএফসি-র ম্যাচ খেলতে নামছি। কঠিন ম্যাচ, তবে ভালো খেলতে হবে। আমাদের প্রমাণ করতে হবে। ছেলেরা প্রচুর পরিশ্রম করছে। ওরা নিজেদের সেরা ফুটবলটাই উপহার দেবে। আর এই মাঠে খেলা মোহনবাগানের জন্য সবসময় স্পেশ্যাল। আমাদের দলের প্রচুর ভালোমানের ফুটবোলার রয়েছে। তাই প্রথম একাদশ বেছে নেওয়া একেবারেই কঠিন কাজ নয়। দারুণ ফুটবল হবে।"

সোমবারের সাংবাদিক সম্মেলনে এসে অনিরুদ্ধ থাপা জানালেন, “আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কোচ ঠিক যেভাবে বুঝিয়েছেন, আমরা ঠিক সেইভাবেই খেলতে চাই। কাফা নেশনস কাপে আমাদের দেশ ভালো ফল করেছে। ওদের শুভেচ্ছা জানাতে চাই। যা আমাদের ভালো ফল করার জন্য মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। তবে চোট খেলারই একটা অঙ্গ। কিন্তু আমি এখন পুরো ফিট। তাই মঙ্গলবার দুরন্ত ফুটবল উপহার দিতে চাই।"    

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?