ইতিহাস লিখে ফেলল ক্রিস্টাল প্যালেস। ব্রিটিশ ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের নাম। শনিবার, ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়ে এফএ কাপ জিতে নিল ক্রিস্টাল প্যালেস (fa cup final streaming)।
ওয়েম্বলি স্টেডিয়ামে, ম্যাচের ১৬ মিনিটে এবেরেচি এজের অসাধারণ গোলের সুবাদেই জয় হাসিল করে ক্রিস্টাল প্যালেস। কার্যত, একক দক্ষতায় গোল করে ক্রিস্টাল প্যালেসকে জয় এনে দিলেন এজে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এজেকে একটা সময় লন্ডনের একাধিক ক্লাবই রিজেক্ট করে দিয়েছিল (crystal palace vs man city highlights)।
কিন্তু ক্রিস্টাল প্যালেস সেই কঠিন সময় তাঁর পাশে দাঁড়ায়। আর সেই এজেই এন বিশ্বাসের দাম রাখলেন। ফাইনালে প্রকৃতই নায়ক হয়ে উঠলেন তিনি। অন্যদিকে, ক্রিস্টাল গোলরক্ষক ডিন হেন্ডারসনের কথাও বলতে হয় (crystal palace vs man city final)।
যার মধ্যে অন্যতম একটি হল প্রথমার্ধের একেবারে শেষদিকে ওমার মারমুশের পেনাল্টি। সেটিও সেভ করেন দেন হেন্ডারসন। এদিকে প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে ম্যাঞ্চেস্টার সিটি। এবার এফএ কাপ ফাইনালেও পরাজয়। কার্যত, গোটা মরশুম জুড়েই যেন হতাশা!
দলের ম্যানেজার অলিভার গ্লাসনারের বিপক্ষকে রুখে দেওয়ার রক্ষণাত্মক কৌশল এবং পাল্টা গতিময় কাউন্টার অ্যাটাক সিটি সামলে উঠতে পারেনি। পেপ গুয়ার্দিওলা মাঝমাঠে নজর দিলেও, তাদের আক্রমণ প্রতিহত হয়ে যায় ক্রিস্টালের রক্ষণে।
এমনকি, ক্রিস্টাল প্যালেস যে গোলটি করে, সেটিও আসে কাউন্টার অ্যাটাক থেকেই। পাল্টা আক্রমণে গোলটি আসে। জঁ-ফিলিপ মাতেতার হোল্ড আপ প্লে থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ড্যানিয়েল মুনিয়োসের নিখুঁত ক্রস গিয়ে পৌঁছয় এজের কাছে এবং তারপর অসাধারণ শটে গোল করে তিনি দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।
এর আগে ১৯৯০ এবং ২০১৬ সালে ফাইনালে পরাজিত হয় তারা। কিন্তু ২০২৫ সালে, তারা খালি হাতে ফিরল না। শেষপর্যন্ত। ১-০ গোলে জিতে এফএ কাপ চ্যাম্পিয়ন হল ক্রিস্টাল প্যালেস।আর এই জয়ের ফলে, আগামী মরশুমে ইউরোপা লিগেও খেলতে নামবে তারা।
আর এই জয়ের পরেই আনন্দে মেতে ওঠেন ক্রিস্টাল প্যালেস সমর্থকরা। রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে যান তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।