Mohun Bagan: ভালোবাসা উজাড় করে দিলেন সমর্থকরা! গ্যালারি ভরিয়ে নজির মোহনবাগান জনতার?

Published : Mar 18, 2025, 12:05 PM IST
Mohun Bagan Supporters

সংক্ষিপ্ত

আইএসএল লিগ শিল্ড (ISL League Shield) মোহনবাগানের (Mohun Bagan) দখলে। স্বাভাবিকভাবেই, সবুজ মেরুন ক্লাব তাঁবুতে যেন রীতিমতো উৎসব চলছে।

Mohun Bagan: একাধিক সমর্থক ভিড় জমাচ্ছেন ক্লাবে। আর ঠিক সেই আবহের মাঝেই চলে এল আরও একটা ভালো খবর। যা শুনে সমর্থকদের মুখে যেন আরও চওড়া হাসি। যদিও এই নজিরটি গড়েছেন মোহনবাগান সমর্থকরা (Mohun Bagan Supporters)। মাঠে দর্শকদের সর্বোচ্চ গড় উপস্থিতির ক্ষেত্রে নজির গড়ল সবুজ মেরুন ব্রিগেড।

প্রসঙ্গত, এশিয়ার ক্লাবগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে তারা। তবে এখানেই শেষ নয়। গড় টিকিট বিক্রির ক্ষেত্রেও এশিয়ার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে মোহনবাগান। তবে সবথেকে অদ্ভুত বিষয় হল যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরকেও পিছনে ফেলে দিয়েছে মোহনবাগান। কারণ, রোনাল্ডোর ক্লাব এই তালিকার প্রথম পাঁচে থাকতে পারেনি (Mohun Bagan Latest News)।

দর্শক সংখ্যার দিক দিয়ে বিচার করলে এশিয়াতে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস এফসি রয়েছে ঠিক প্রথম স্থানে। তাদের গড় উপস্থিতি ৪৩,৩৩৩। এরপরই রয়েছে যথাক্রমে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস (৪৩,১৩৯), চিনের ক্লাব চেংডু রংচেং এফসি (৪০,৮৬৭) এবং সাংহাই শেনহুয়া এফসি (৩৯,৩৮৫)।

এই ক্লাবগুলির ঠিক পরেই রয়েছে মোহনবাগান। প্রতিটি ম্যাচে তাদের গড় দর্শক সংখ্যা ছিল ৩৮,৭৫৯। যা দেশের যেকোনও তথাকথিত বড় ক্লাবকেও পিছিয়ে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, এশিয়ার অনেক হেভিওয়েট ক্লাবকেও পিছনে ফেলে এই শিরোপা দখল করেছে মোহনবাগান (Mohun Bagan)।

পরিসংখ্যান বলছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে ওড়িশা এফসি এবং এফসি গোয়া ম্যাচে দর্শকসংখ্যা ছিল যথাক্রমে প্রায় ৫৮ হাজার এবং ৬২ হাজার। তখনই কিছুটা আন্দাজ করা যাচ্ছিল যে, দর্শকদের সর্বোচ্চ গড় উপস্থিতির হার গত মরশুমের রেকর্ডকেও ভেঙে দিতে পারে। আর ঠিক সেটাই হল। অন্যদিকে, গত মরশুমে দর্শকদের উপস্থিতির গড় সংখ্যা ছিল ৩৪,৭৯০।

তবে এবার সেই রেকর্ডও ভেঙে গেল। মাঠে দর্শকদের সর্বোচ্চ গড় উপস্থিতির ক্ষেত্রে নজির গড়ল মোহনবাগান এবং মুকুটে আরও একটি শিরোপা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs Bangladesh football: বাংলাদেশের কাছে লজ্জার হার! "পতাকার সম্মানের জন্য লড়ো", আর্জি ফুটবলপ্রেমী জনতার
India vs Bangladesh football: এ কোন ভারত? বাংলাদেশের কাছে লজ্জার পরাজয় ব্লু-টাইগার্সদের