ISL: ঘরের মাঠে শনির সন্ধ্যায় জামেশদপুরের মুখোমুখি ইস্টবেঙ্গল, বড় আপডেট দিলেন ব্রুজো

Published : Dec 21, 2024, 03:15 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

ঘরের মাঠে আবারও মাঠে নামছে ইস্টবেঙ্গল। 

কার্যত, পরিবেশটাই যেন পাল্টে গেছে গোটা দলের। শেষ কয়েকটা ম্যাচে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়াতে পারেনি গোটা কিন্তু সেই মিথ যেন ব্রুজো আসতেই নিমেষে বদলে গেছে। তাই সেই আত্মবিশ্বাস নিয়েই শনিবার জামশেদপুরকে হারিয়ে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল।

বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে মাদিহ তালালের ছিটকে যাওয়ার খবরটি সামনে আসে। তবে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন জিকসন সিং। গত ম্যাচে চোট পেলেও নাওরেম মহেশের খেলতে কোনও সমস্যা নেই। কিন্তু শনিবার শুরু থেকে তাঁকে আদৌ নামানো হয় কি না সেটাই দেখার বিষয়। তবে শোনা যাচ্ছে, গত ম্যাচের মতো আনোয়ার আলিকে মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলাতে পারেন কোচ অস্কার ব্রুজ়ো।

এদিকে হেডস্যারের কথায়, “আমি দল সবসময় একই রাখতে ভালোবাসি। অকারণে দলে বদল আনার মতো সিদ্ধান্ত কোচ হিসেবে আমার নিতে ভালো লাগে না। দিয়ামান্তাকোস, মহেশ, জিকসনরা বেশ ভালোই অনুশীলন করেছে। মোট ১৮ জনের দলে থাকবে ওরা সবাই। তবে ম্যাচে ওদের খেলাব কি না, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।”

শনিবারই ঘরের মাঠে এই বছরের মতো শেষ ম্যাচটি খেলবে ইস্টবেঙ্গল। যদি প্রথম ছয়ের মধ্যে শেষ করতে হয়, তাহলে জামশেদপুরকে এই ম্যাচে হারাতেই হবে। তাছাড়া ব্রুজ়োরও লক্ষ্য তিন পয়েন্ট। তবে প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন লাল হলুদ হেডস্যার।

তাঁর কথায়, “জামশেদপুর এখন পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। যথেষ্ট শক্তিশালী দল। আর আমরাও বেশ সমস্যার মধ্যে রয়েছি। তবে নিজেদের কাজটা ঠিক করে করতে পারলে জয় পাওয়া শুধুই সময়ের অপেক্ষা।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?