ISL: স্নায়ুর যুদ্ধ নাকি স্ট্রাটেজির লড়াই? মাঠের বাইরে অস্কার বনাম চেরনিশভের দিকেও নজর সবার

Published : Nov 09, 2024, 03:21 PM IST
East Bengal vs Mohammedan Sporting

সংক্ষিপ্ত

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। 

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই শহরের বুকে মেগা ফুটবল দ্বৈরথ।

শনিবাসরীয় সন্ধ্যায়, যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মহামেডান (East Bengal vs Mohammedan)। কার্যত, হাইভোল্টেজ ম্যাচ। আর এই ম্যাচে নামার আগে যে বিষয়টা বারবার উঠে আসছে, তা হল দুই কোচের লড়াই। বলা যেতে পারে, রাশিয়ান কোচ বনাম স্প্যানিশ কোচের লড়াই।

স্নায়ুর যুদ্ধ নাকি স্ট্রাটেজির লড়াই? সেই জল্পনাই এখন তুঙ্গে। অস্কার ব্রুজোর হাত ধরে লড়াইতে ফিরে এসেছে লাল হলুদ ব্রিগেড। এএফসি-র ম্যাচে পরপর জয় এসেছে। এবার আইএসএল-এ নিজেদের প্রথম জয় পেতে মরিয়া তারা।

উল্টোদিকে লাগাতার তিনটি ম্যাচে পরাজয় মহামেডানের। ফলে, আইএসএল-এর (ISL) নিরিখে দেখতে গেলে তারাও বেজায় চাপে। সেইসঙ্গে, বলা চলে যে দুই দলই ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচটিকেই বেছে নেবে। কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ একটাই, এএফসি-র শেষ দুটি ম্যাচে জয়ের ফলে দলের আত্মবিশ্বাস অনেকটা পোক্ত হয়েছে।

এদিকে ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, “এএফসি-র অধ্যায় এখন আমার কাছে অতীত। দলের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি। তবে এখন আমাদের পুরোপুরি ফোকাস রয়েছে আইএসএল-এ। প্রতিটা ম্যাচে ভালো খেলতে হবে আমাদের। ছেলেরা সেরা পারফরম্যান্সটাই উপহার দিতে চায়।”

অপরদিকে, মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের কথায়, “আমরা আগ্রাসী ফুটবল খেলছি না এটা একেবারেই বলা যাবে না। প্রথম তিন ম্যাচে আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলাম। সেই কথা এখন আর কেউ বলে না। এটাই ফুটবল এবং এটাই জীবন। আমাদের মেনে নিয়েই এগোতে হবে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঠিক সেই খেলাটাই খেলতে চাই আমরা, যেটা প্রথম তিনটি ম্যাচে খেলেছিলাম। খেলোয়াড়দের মধ্যে আবার সেই উত্তেজনা ফিরে এসেছে।”

সবমিলিয়ে, মাঠের বাইরেও দুই কোচের যুদ্ধ একেবারে চরমে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?